উচুনিচু জনপদ, দুই ধারে চা বাগানের সারি,সবুজ অরণ্য ঘেরা পাহাড়ী ঝর্না, বিল-নদীর সমারহে প্রাকৃতিক লীলাভূমি শ্রীমঙ্গল। বাংলাদেশের যেকোন অঞ্চলের চেয়ে একদম আলাদা প্রান প্রকৃতি আপনাকে মুগ্ধ করতে বাধ্য। পাহাড়ী আদিবাসিদের জীবনাচার, সংস্কৃতি ও ঐতিহ্য শ্রীমঙ্গল কে করেছে আরো সমৃদ্ধ। নামিদামি টি-স্টেট, সংরক্ষিত বনাঞ্চল, বিলের জলে অতিথি পাখির আনাগোনায় পরিবার সহ ঘুরে বেড়াতে গ্রিন বেল্ট এর রয়েছে শ্রীমঙ্গল প্রাইভেট ট্যুর। চাইলেই জয়েন করতে পারেন সুবিধামত যেকোন দিন।
আপনার প্রাইভেট ট্যুরকে স্বরনীয় করে রাখতে আস্থা রাখতে পারেন দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন গ্রিন বেল্ট এর দক্ষ টিমের উপর।
শ্রীমঙ্গল ট্যুর প্যাকেজ এর বিস্তারিত –
গন্তব্যঃ শ্রীমঙ্গল ট্যুর
❑ যাত্রার তারিখ :
ন্যূনতম ২ জন হলে যেকোনো দিন শ্রীমঙ্গল ট্যুর করতে পারেন। প্রাইভেট ট্যুর এর যাত্রার তারিখ নিজেই ঠিক করার স্বাধীনতা থাকছে।
❑ ভ্রমণের স্থান সমুহ
⦿ চা বাগান ⦿লাউয়াছড়া বন ⦿ মাধবপুর লেক ⦿ মনিপুরী পল্লী ⦿ লালটিলা ⦿ বাইক্কা বিল ⦿ নীলকন্ঠ টি কেবিন (৭ লেয়ার চা)
❑ ভ্রমণ খরচ (শ্রীমঙ্গল টু শ্রীমঙ্গল)
জনপ্রতি ৫০০০/- টাকা। (এসি রুম)
❑ কাপল প্যাকেজ
প্রতি কাপল ১০৫০০ টাকা | এসি কাপল রুম
❑ উল্লেখযোগ্যঃ প্রথমদিন শ্রীমঙ্গল পৌঁছানোর পর থেকে আপনার ট্যুরের সম্পূর্ন দায়িত্ব গ্রিন বেল্ট টিম এর। আমাদের মাধ্যমে বাস টিকিট করতে চাইলে, গ্রিন বেল্ট বাস টিকিট কেটে দেওয়ার ব্যাপারে সহায়তা করবে।
শ্রীমঙ্গল ভ্রমণের সম্ভাব্য বর্ণনা
প্রথম দিন সকালে ব্রেকফাস্ট করে নির্ধারিত হোটেল চেকইন শেষে চলে যাবো মাধবপুর লেক, তারপর সীমান্ত এরিয়াতে বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান সৃতি স্তম্ভ দেখবো।
দুপুরের লাঞ্চ সেরে নিবো শ্রীমঙ্গল এর নান্দনিক কোন রেস্তোরায়, হোটেলে ফিরে কিছুসময় বিশ্রাম।
এই দিন বিকেলেই ঘুরে আসবো মনিপুর পল্লি, লাল টিলা, নীল কন্ঠ টি কেবিন (৭ কালারের চা), ফিনলে টি গার্ডেন ও রাবার বাগান।
সন্ধ্যার মধ্যে শ্রীমঙ্গল শহরে ফিরে আসবো।
রাতের খাওয়ার শেষে একান্ত সময় কাটাবো পরিবারের সাথে।
দ্বিতীয় দিন ব্রেকফাস্ট শেষে হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পরবো লাউয়া ছড়া জাতীয় উদ্যান ঘুরতে, সেখানকার জীববৈচিত্র দেখে বেড়াবো দুপুর নাগাদ।
দুপুরের খাওয়ার ও খানিক বিরতি শেষে চলে যাবো বাইক্কা বিল। সেখানে অতিথি পাখির কলতানে বিলের মন্মুগ্ধকর পরিবেশে বিকেল কাটানোর মধ্য দিয়ে আমাদের দুই দিনের শ্রীমঙ্গল ট্যুর এর ইতি টানবো।

কনফার্ম করার ডেডলাইন
❑ প্রাইভেট ট্যুর বুকিংয়ের নির্দিষ্ট কোনো ডেডলাইন নেই। হাতে সময় রেখে কনফার্ম করলে ট্যুর সুন্দর ও গুছানো হবে।
❑ শ্রীমঙ্গল প্রাইভেট ট্যুর কনফার্ম করার জন্য প্যাকেজ প্রাইসের ৫০ শতাংশ টাকা বুকিং মানি হিসেবে অগ্রিম পরিশোধ করতে হবে।
চাইল্ড পলিসি: ০ থেকে ৩ বছরের শিশুদের জন্য ফ্রি এবং ৩+ থেকে ৬ বছরের শিশুদের জন্য আলোচনা স্বাপেক্ষে ছাড় প্রযোজ্য হবে।
যা যা থাকছে এর মধ্যে
⦿ শ্রীমঙ্গল পৌঁছানোর পর, সকালের খাবার থেকে ফেরার দিন দুপুরের খাবার পর্যন্ত মোট ৫ বেলা খাবার।
⦿ হোটেল একমোডেশন।
⦿ শ্রীমঙ্গল ট্যুর এর লোকাল ট্রান্সপোর্ট ভাড়া। সকল এন্ট্রি ফি।
❑ যা থাকছেনা
⦿ দেশের যেকোন প্রান্ত থেকে শ্রীমঙ্গল আসা যাওয়ার বাস ভাড়া।
❑ উল্লেখযোগ্য
⦿ আমাদের কোনো ট্যুরেই কোন হিডেন চার্জ নেই।
⦿ গ্রিন বেল্টের বিভিন্ন ট্যুর শেষে ট্রাভেলারদের ফিডব্যাক জানতে ও ট্যুরের ছবি দেখতে জয়েন করতে পারেন উন্মুক্ত ট্রাভেল আড্ডার গ্রুপ Green Belt The Travelers‘এ।
❑ কেন গ্রিন বেল্ট এর সার্ভিস নিবেন? : ২০১৬ সালে গ্রিন বেল্ট ট্যুরিজম যাত্রা শুরু করে। এরপর গত ৯ বছরে গ্রিন বেল্ট এর সার্ভিস নিয়েছেন ৮৫ হাজার এর বেশি ট্রাভেলার। এর মধ্যে শ্রীমঙ্গল ট্যুর প্যাকেজ বাদেও সাজেক ভ্যালি, সিলেট, কক্সবাজার, সেইন্টমার্টিন, রাঙ্গামাটি, সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর, বান্দরবান সহ অনেকগুলো ডেস্টিনেশন রয়েছে। দেশের বাইরে মূলত সিকিম, দার্জিলিং, মেঘালয়, ভূটান ও কাশ্মীর ট্যুর পরিচালনা করে গ্রিন বেল্ট। প্রাতিষ্ঠানিক ভাবে বাংলাদেশ সচিবালয়ের বিভিন্ন মাননীয় সচিব থেকে শুরু করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, টেকনোভিস্তা, ড্রাগ ইন্টারন্যাশনাল, কোকাকোলা (আব্দুল মোনেম লিঃ), রক্সি পেইন্ট, ডাচ বাংলা, মার্কেন্টাইল ব্যাংক, সিটি ব্যাংক, সহ ১২ টি ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চ, পঙ্গু হাসপাতালের ডাক্তারগন, ঢাকা মেডিকেল, আসগর আলী মেডিক্যাল সহ বিভিন্ন মেডিকেলের ডাক্তারগণ আমাদের কর্পোরেট ট্যুর সার্ভিস নিয়েছেন।
শ্রীমঙ্গল ট্যুর প্যাকেজ গ্রিন বেল্ট একটি সিগনেচার ট্যুর। আমাদের দক্ষ টিম প্রস্তত আপনাকে সহায়তা করতে।
বুকিং মানি জমা দেওয়ার পদ্ধতি
১. সরাসরি অফিসে এসে বুকিং মানি জমা দেয়া যাবে।
শাহ-আলী প্লাজা, ১৪ তলা, মিরপুর ১০ নাম্বার সার্কেল।
২. বিকাশ ও ডাচ বাংলা ব্যাংকের রকেট করা যাবে।
৩. ব্যাংক ডিপোজিট করে বুকিং করা যাবে। (City Bank, MTB, EBL)
যোগাযোগঃ
0188 4710 723
0186 9649 817 ( WhatsApp )