সুন্দরবন ভ্রমণ প্যাকেজ

সুন্দরবন বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক মানের প্রাকৃতিক পর্যটন কেন্দ্র। অন্তত একবার সুন্দরবন ভ্রমণ না করলে এই বনের বিশালত্ব ও বৈচিত্রময়তা অনুধাবন করা যাবেনা। দেশে অসংখ্য প্রতিষ্ঠান সুন্দরবন ভ্রমণ প্যাকেজ অফার করছে।  গ্রিন বেল্ট এর বিশেষত্ব হলো- গ্রিন বেল্ট মূলত কাজ করে ফ্যামিলি ট্যুর নিয়ে। নারীদের ছোটখাটো সুবিধা অসুবিধা বিবেচনায় রেখেই আমরা ট্যুর প্ল্যান করে থাকি। কর্পোরেট ফ্যামিলি ট্যুরের ক্ষেত্রেও দেশের শীর্ষস্থানীয় মাল্টিন্যাশনাল হাউজগুলো ভরসা রেখেছে আমাদের উপর।

সুন্দরবন গ্রিন বেল্ট ১

গন্তব্য : সুন্দরবন ভ্রমণ

❑ যাত্রার তারিখঃ (সপ্তাহে ২ টি ট্যুর )

ট্যুর ১ || শুক্রবার – শনিবার – রবিবার
ট্যুর ২ || মঙ্গলবার – বুধবার -বৃহস্পতিবার

ভ্রমণের খরচ

⦿ ৯,৫০০ টাকা জনপ্রতি (কাপল/টুইন ক্যবিন)
⦿ ১১,০০০ জনপ্রতি (এটাচ বাথ ক্যাবিন)
⦿ ১৪,০০০ জনপ্রতি (এসি প্রিমিয়াম জাহাজ)
⦿ ১৮,০০০ জনপ্রতি (এসি VIP  জাহাজ)
❑ উল্লেখযোগ্যঃ প্রথমদিন খুলনা পৌঁছানোর পর থেকে আপনার ট্যুরের পুরো দায়িত্ব গ্রিন বেল্ট টিম এর। কেউ আমাদের মাধ্যমে বাস টিকিট করতে চাইলে, গ্রিন বেল্ট বাস টিকিট কেটে দেওয়ার ব্যাপারে সহায়তা করবে।
❑ ভ্রমণের স্থান সমুহ :
☑করমজল ☑ টাইগার পয়েন্ট ☑ কচিখালী  ☑ ডিমের চর ☑ হারবারিয়া ইকো পার্ক ☑ হারবারিয়া সেতু ☑ ক্রোকোডাইল প্রজেক্ট ☑ কটকা অভয়ারণ্য ☑ হিরন পয়েন্ট  ☑ জামতলা সি বিচ ☑ টাইগার টিলা

সুন্দরবন ভ্রমনের সম্ভাব্য বর্ণনা

প্রথম দিন সকাল ৮:০০টায় খুলনা লঞ্চ ঘাট থেকে সুন্দরবনের উদ্দ্যেশ্যে যাত্রা শুরু। যাত্রাপথে চাঁদপাই ফরেস্ট অফিস থেকে পারমিশন সংগ্রহ করে রওনা করবো হারবাড়িয়া অভয়ারণ্যের দিকে। হারবাড়িয়া ঘুরে রাতে কটকা অবস্থান। দ্বিতীয় দিন সকালে জামতলা সী-বিচ ও কটকা অভয়ারণ্য ঘুরে দেখবো। লাঞ্চ এর পর ডিমের চর হয়ে আমরা রওনা করবো কচিখালীর উদ্দেশ্যে। রাতে কচিখালীতে অবস্থান ও বারবিকিউ নাইট। তৃতীয় দিন সকালে ব্রেকফাস্ট শেষে রওনা করবো করমজলের উদ্দেশ্যে। করমজল ও ক্রোকোডাইল প্রজেক্ট ঘুরে বিকেলের মধ্যে খুলনা লঞ্চ ঘাটে চলে আসবো।

আরো বিস্তারিত কোনো কিছু জানতে চাইলে গ্রিন বেল্ট এর ইনবক্সে নক করুন।

 

Sundarban Tour Package Green Belt
গ্রিন বেল্ট সুন্দরবন ট্যুরের একটি মুহুর্ত

❑ কনফার্ম করার ডেডলাইন: আসন ফাঁকা থাকা সাপেক্ষে বুকিং কনফার্ম করা যাবে। যেহেতু সুন্দরবনে বছরের মাত্র চার মাস ভ্রমণ করা যায়, এসময় পর্যটকের চাপ থাকে জাহাজগুলোতে। তাই আনন্দময় ভ্রমণ অভিজ্ঞতার জন্য হাতে পর্যাপ্ত সময় নিয়ে বুকিং করা উত্তম।

❑ সুন্দরবন ট্যুর কনফার্ম করতে জনপ্রতি ৫০ ভাগ টাকা অগ্রিম ডিপোজিট করে বুকিং করতে হবে।

❑ চাইল্ড পলিসি: – ০ থেকে ৩ বছরের শিশুদের জন্য ফ্রি এবং ৩+ থেকে ৬ বছরের শিশুদের পারমিশন ফি এবং ফুড কস্টিং যুক্ত হবে। সেক্ষেত্রে বাচ্চার গার্ডিয়ানের সাথে শিপে ক্যাবিন শেয়ার করতে হবে।

সুন্দরবন ভ্রমণ প‌্যাকেজে যা যা থাকছে

⦿ ক্যাবিনে থাকা।
⦿ কাপলদের জন্য কাপল/টুইন ক্যবিন ক্যাবিন।
⦿ জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হবে।
⦿ লাইফ জ্যাকেট। পর্যাপ্ত পরিমান বয়া।
⦿ অগ্নেয়াস্ত্র সহ বনবিভাগের নিরাপত্তা কর্মী।
⦿ বন বিভাগের প্রশিক্ষন প্রাপ্ত গাইড।
⦿ ফাস্ট এইড।

ট্যুর চলাকালীন খাবার: প্রথমদিন ব্রেকফাষ্ট থেকে শুরু করে আসার দিন দুপুরের খাবার পর্যন্ত সব ধরনের ব্রেকফাষ্ট, লাঞ্চ,ডিনার,স্ন্যাক্স। দিনে ৩ বেলা মূল খাবার ছাড়াও সকাল ১১টায় এবং সান্ধ্যকালীন স্ন্যাক্স থাকবে। গ্রিন বেল্ট এর সুন্দরবন ট্যুর প্যাকেজ থেকে খাবার নিয়ে আমরা সর্বোচ্চ পজিটিভ ফিডব্যাক পেয়ে থাকি।

সুন্দরবন ট্যুরে যে বিষয়গুলো বিবেচনা করতে হবে

⦿ এটি একটি রিলাক্স ট্রিপ। শুধুমাত্র উপরে উল্লেখিত স্পটগুলোতে শিপ থেকে নামার অনুমতি থাকবে বন বিভাগের। বাকিটা সময় বনের ভিতর দিয়ে শিপ চলবে।
⦿ আপনাকে কমপক্ষে ২০ ঘন্টা মোবাইল নেটওয়ার্ক এর বাইরে থাকতে হবে।
⦿ জোয়ার ভাটার কারণে স্পটগুলোতে নামার সময়ের পরিবর্তন হতে পারে। তবে কোন স্পট মিস হবেনা।

যা সাথে নেওয়া উচিত

⦿ ন্যাশনাল আইডি কার্ড। না থাকলে যেকোনো ফটো আইডি কার্ডের ফটোকপি।
⦿ ছোট টর্চ।
⦿ হাঁটার উপযোগী জুতো।
⦿ শীতের পোষাক।
⦿ ব্যাক্তিগত ওষুধ।

 

Sundarban Tour Package গ্রিন বেল্ট
সুন্দরবন ট্যুরের একটি মুহুর্ত | জামতলী বিচ

 

❑ উল্লেখযোগ্য
⦿ আমাদের সুন্দরবন ভ্রমণ প্যাকেজ সহ কোনো ট্যুরেই কোন হিডেন চার্জ নেই।
⦿ এছাড়া যারা কিছুটা কম বাজেট এবং ফ্ল্যাক্সিবল ডেটে ঘুরতে চাইছেন, তারা গ্রিন বেল্ট এর সুন্দরবন রিসোর্ট প্যাকেজ দেখতে পারেন।
⦿ গ্রিন বেল্টের বিভিন্ন ট্যুর শেষে ট্রাভেলারদের ফিডব্যাক জানতে ও ট্যুরের ছবি দেখতে জয়েন করতে পারেন উন্মুক্ত ট্রাভেল আড্ডার গ্রুপ Green Belt The Travelers‘এ।

❑ আমাদের অভিজ্ঞতা : ২০১৬ সালে যাত্রা শুরু করা গ্রিন বেল্ট ট্যুরিজম গত ৯ বছরে সাফল্যের সাথে পরিচালনা করেছে ১০০০ এরও বেশি ট্যুর। এর মধ্যে সুন্দরবন ভ্রমণ প্যাকেজ বাদেও সাজেক ভ্যালি, কক্সবাজার, সেইন্টমার্টিন, রাঙ্গামাটি, সিলেট, টাঙ্গুয়ার হাওর, বান্দরবান সহ অনেকগুলো ডেস্টিনেশন রয়েছে। দেশের বাইরে মূলত সিকিম, দার্জিলিং, মেঘালয়, ভূটান ও কাশ্মীর ট্যুর পরিচালনা করে গ্রিন বেল্ট। প্রাতিষ্ঠানিক ভাবে বাংলাদেশ সচিবালয়ের বিভিন্ন মাননীয় সচিব থেকে শুরু করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, টেকনোভিস্তা, ড্রাগ ইন্টারন্যাশনাল, কোকাকোলা (আব্দুল মোনেম লিঃ), রক্সি পেইন্ট, ডাচ বাংলা, মার্কেন্টাইল ব্যাংক, সিটি ব্যাংক, সহ ৮ টি ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চ, পঙ্গু হাসপাতালের ডাক্তারগন, ঢাকা মেডিকেল, আসগর আলী মেডিক্যাল সহ বিভিন্ন মেডিকেলের ডাক্তারগণ আমাদের কর্পোরেট ট্যুর সার্ভিস নিয়েছেন। আমাদের প্রতিটি প্যাকেজ ‘ফ্যামিলি ও ফিমেইলদের’ কথা মাথায় রেখে ডিজাইন করা হয়। আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট ট্যুর আয়োজনের জন্য ভরসা করতে পারেন আমাদের দক্ষ টিমের উপর!

বুকিং মানি জমা দেওয়ার পদ্ধতি

১. সরাসরি অফিসে এসে বুকিং মানি জমা দেয়া যাবে।
শাহ-আলী প্লাজা, ১৪ তলা, মিরপুর ১০ নাম্বার সার্কেল।

২. বিকাশ ও ডাচ বাংলা ব্যাংকের রকেট করা যাবে।
৩. ব্যাংক ডিপোজিট করে বুকিং করা যাবে।

**যোগাযোগ :
0188 6363232
0186 9649 817 ( WhatsApp )

আরো ট্যুর প্যাকেজ দেখুন

সেন্টমার্টিন ভ্রমণ প্যাকেজ

সেন্টমার্টিন দেশের একমাত্র প্রবাল দ্বীপ। চারপাশে দিগন্ত বিস্তৃত নীল জলরাশি, ঝাঁকে ঝাঁকে উড়ে চলা গাঙচিল, আর বিরামহীন সমুদ্রের গর্জন। প্রকৃতির এই মোহনীয় রূপ দেখার জন্য প্রতি বছর শীত মৌসুমে হাজারো পর্যটক ছুটে আসেন এই দ্বীপে। সেন্টমার্টিন ট্যুর প্যাকেজ সম্পর্কে বলার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে শুধুমাত্র ডিসেম্বর এবং জানুয়ারি মাসে সেন্টমার্টিন ভ্রমণ করা যাবে। প্রতিদিন যেতে পারবেন সর্বোচ্চ ২ হাজার জন। অর্থাৎ শুধুমাত্র সৌভাগ্যবানরাই এখন থেকে সেন্টমার্টিন যেতে পারছেন।

গ্রিন বেল্ট এর সব গুলো ট্যুরই এখন প্রাইভেট ট্যুর! অর্থাৎ ট্যুরে থাকবে শুধুমাত্র আপনি ও আপনার পরিবার! নিজেদের একান্ত মূহুর্তগুলো বাইরের কারো সাথে শেয়ার করা লাগছে না। আর আপনার প্রাইভেট ট্যুর আয়োজন এর দায়িত্বে থাকছে দীর্ঘ ৯ বছর যাবত সফল ভাবে ট্যুর পরিচালনা করে আসা গ্রিন বেল্ট এর দক্ষ টিম। সেন্টমার্টিন ট্যুর প্যাকেজ এর বিস্তারিত –

গন্তব্যঃ সেন্টমার্টিন ভ্রমন

❑ যাত্রার তারিখ :
আপনার যাত্রার তারিখ আপনি নিজেই ঠিক করার স্বাধীনতা থাকছে। নূন্যতম ২ জন হলে যেকোনোদিন যেতে পারবেন সেন্টমার্টিন।

❑ ভ্রমণ খরচঃ (প্রাইভেট ট্যুর)
৭০০০ টাকা জনপ্রতি | ১ রাত | কাপল রুম 
৮৫০০ টাকা জনপ্রতি | ২ রাত | কাপল রুম
৬৭০০ টাকা জনপ্রতি | ১ রাত | থ্রি পারসন রুম
৭৮০০ টাকা জনপ্রতি | ২ রাত | থ্রি পারসন রুম
৬৫০০ টাকা জনপ্রতি | ১ রাত | ফোর পারসন রুম
৭৫০০ টাকা জনপ্রতি | ২রাত | ফোর পারসন রুম
৮৫০০ টাকা জনপ্রতি | ১ রাত | কাপল রুম (দ্বীপান্তর)
১১৭০০ টাকা জনপ্রতি | ২ রাত | কাপল রুম (দ্বীপান্তর)
প্রাইভেট ট্যুরে যা যা থাকছেঃ

বাস টিকিট + শিপ টিকিট + রিসোর্ট রুম

বাসঃ নন এসি। এসি বাস নিতে চাইলে টিকিটপ্রতি ১০০০ টাকা অতিরিক্ত যুক্ত হবে। অর্থাৎ আসা যাওয়া জনপ্রতি ২০০০ টাকা।

সেন্টমার্টিন ভ্রমণের সম্ভাব্য বর্ণনা

প্রথমদিন সন্ধ্যা ৭টায় ফকিরাপুল বাস কাউন্টার থেকে কক্সবাজার এর উদ্দেশ্যে যাত্রা। পরদিন সকাল ৯ঃ০০ টায় শিপে সেন্টমার্টিন এর উদ্দেশ্যে যাত্রা শুরু। ২ টায় শিপ থেকে নামার পর সেন্টমার্টিন রিসোর্টে চেক-ইন। ফেরার দিন দুপুর ৩ঃ০০ টায় সেন্টমার্টিন থেকে শিপ ছেড়ে আসবে। লাঞ্চ শেষে নির্দিষ্ট সময়ের মধ্যেই শীপে উঠতে হবে।

কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে বাস ছাড়বে রাত ১০ টায়।

বুকিং কনফার্ম করার ডেডলাইন

⦿ রিসোর্ট ফাঁকা থাকা সাপেক্ষে যাত্রার তারিখের কমপক্ষে ৩দিন আগে বুকিং করা যাবে।
⦿ বুকিং কনফার্ম করার জন্য ডেডলাইনের মধ্যে সম্পুর্ণ টাকা অগ্রিম দিয়ে বুকিং করতে হবে।
⦿ বাসের আসন বণ্টনের ক্ষেত্রে সিট আগে বুকিং দিলে আগে পাবেন ভিত্তিতে দেয়া হয়।

❑ চাইল্ড পলিসি
⦿ ৫ বছরের বড় শিশুদের জন্য শিপের টিকিট প্রয়োজন হবে।

 

 

❑ উল্লেখযোগ্য
⦿ গ্রিন বেল্ট এর কোনো ট্যুরে কোনো হিডেন চার্জ নেই।
⦿ গ্রিন বেল্টের বিভিন্ন ট্যুর শেষে ট্রাভেলারদের ফিডব্যাক জানতে ও ট্যুরের ছবি দেখতে জয়েন করতে পারেন উন্মুক্ত ট্রাভেল আড্ডার গ্রুপ Green Belt The Travelers‘এ।

❑ আমাদের অভিজ্ঞতা : গ্রিন বেল্ট ট্যুরিজম এর যাত্রা শুরু হয় ২০১৬ সালে। এরপর গত ৯ বছরে গ্রিন বেল্ট সাফল্যের সাথে পরিচালনা করেছে ১৫০০ এর বেশি ট্যুর। এর মধ্যে সেন্টমার্টিন ট্যুর প্যাকেজ বাদেও কক্সবাজার, সাজেক ভ্যালি, রাঙ্গামাটি, সিলেট, সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর, বান্দরবান সহ অনেকগুলো ভ্রমণ গন্তব্যতে ট্যুর পরিচালনা করেছে।। দেশের বাইরে মূলত সিকিম, দার্জিলিং, মেঘালয়, ভূটান ও কাশ্মীর ট্যুর পরিচালনা করে গ্রিন বেল্ট। প্রাতিষ্ঠানিক ভাবে বাংলাদেশ সচিবালয়ের বিভিন্ন মাননীয় সচিব থেকে শুরু করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, টেকনোভিস্তা, ড্রাগ ইন্টারন্যাশনাল, কোকাকোলা (আব্দুল মোনেম লিঃ), রক্সি পেইন্ট, ডাচ বাংলা, মার্কেন্টাইল ব্যাংক, সিটি ব্যাংক, সহ ৮ টি ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চ, পঙ্গু হাসপাতালের ডাক্তারগন, ঢাকা মেডিকেল, আসগর আলী মেডিক্যাল সহ বিভিন্ন মেডিকেলের ডাক্তারগণ আমাদের কর্পোরেট ট্যুর সার্ভিস নিয়েছেন। আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট ট্যুর আয়োজনের জন্য ভরসা করতে পারেন আমাদের দক্ষ টিমের উপর! আপনার স্বপ্নগুলো স্মৃতি হোক!

বুকিং মানি জমা দেওয়ার পদ্ধতি
১. সরাসরি অফিসে এসে বুকিং মানি জমা দেয়া যাবে।
১৪০৩- লেভেল ১৪, শাহ আলী প্লাজা, মিরপুর ১০

২. মোবাইল ব্যাংকিং (বিকাশ,নগদ,রকেট)।
৩. ব্যাংক ডিপোজিট করে বুকিং করা যাবে।

যোগাযোগ :
0181 0137 002 ( WhatsApp )
0186 9649 817 ( WhatsApp )

আরো ট্যুর প্যাকেজ দেখুন

সাজেক ভ্যালি ট্যুর প্যাকেজ

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ গন্তব্য সাজেক ভ্যালি। আঁকাবাকা পাহাড়ি রাস্তা, দিগন্ত বিস্তৃত পাহাড় সারি, জমে থাকা মেঘ, এই যেন এক অন্য ভূবন। গ্রিন বেল্ট এর বিভিন্ন ক্যাটাগরির সাজেক ভ্যালি ট্যুর প্যাকেজ রয়েছে। আপনার সুবিধা অনুয়াযী ইকোনমি, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, লাক্সারি যেকোনো সাজেক ট্যুর প্যাকেজ নিতে পারছেন। আমাদের সবগুলো ট্যুরই এখন প্রাইভেট ট্যুর! অর্থাৎ আপনাদের জন্য আলাদা আয়োজন থাকবে! নিজেদের একান্ত মূহুর্তগুলো বাইরের কারো সাথে শেয়ার করা লাগছে না। আর আপনার ট্যুরের দায়িত্বে থাকছে দীর্ঘ ৯ বছর যাবত সফল ভাবে ট্যুর পরিচালনা করে আসা গ্রিন বেল্ট এর দক্ষ টিম।

গন্তব্যঃ সাজেক ভ্যালি ভ্রমন

❑ যাত্রার তারিখ :
আপনার যাত্রার তারিখ আপনি নিজেই ঠিক করার স্বাধীনতা থাকছে। নূন্যতম ২ জন হলে যেকোনোদিন যেতে পারবেন সাজেক ভ্যালি ভ্রমণে।

❑ ভ্রমণের স্থান সমুহ :
⦿সাজেক ভ্যালি ⦿রিসাং ঝর্ণা ⦿তারেং ⦿রুই লুই পাড়া ⦿কংলাক পাহাড় ⦿স্টোন গার্ডেন ⦿হ্যালিপ্যাড ⦿আলুটিলা গুহা ⦿ঝুলন্ত ব্রিজ

❑ ভ্রমণ খরচঃ (খাগড়াছড়ি টু খাগড়াছড়ি)
জন প্রতি ৪২০০ টাকা || স্ট্যান্ডার্ড রিসোর্ট
জন প্রতি ৪৭০০ টাকা  || প্রিমিয়াম রিসোর্ট
জনপ্রতি ৫৫০০ টাকা || লাক্সারি রিসোর্ট

❑ কাপল প্যাকেজ সমূহ :
প্রতি কাপল ৯৫০০ টাকা || স্ট্যন্ডার্ড কাপল রুম
প্রতি কাপল ১২০০০ টাকা || প্রিমিয়াম কাপল রুম
প্রতি কাপল ১৫০০০ টাকা || লাক্সারি কাপল রুম

❑ উল্লেখযোগ্যঃ প্রথমদিন খাগড়াছড়িতে পৌঁছানোর পর থেকে আপনার ট্যুরের পুরো দায়িত্ব গ্রিন বেল্ট টিম এর। কেউ আমাদের মাধ্যমে বাস টিকিট করতে চাইলে, গ্রিন বেল্ট বাস টিকিট কেটে দেওয়ার ব্যাপারে সহায়তা করবে।

সাজেক ট্যুর এর বিস্তারিত

১ম দিন সকালে খাগড়াছড়িতে ব্রেকফাস্ট এর পর রওনা করবো সাজেকের উদ্দেশ্যে। যাত্রাপথে পাহাড়ী রাস্তা ও জনপদের মনোরম দৃশ্য উপোভোগ করতে করতে আমরা পৌছাবো আমাদের গন্তব্য সাজেক ভ্যালিতে। দুপুরের মধ্যে সাজেকে রিসোর্ট চেক-ইন। তারপর সারাদিন সাজেক এবং তার আশেপাশের স্পট ভ্রমন এবং রাতে সাজেকে বার-বি-কিউ ডিনার।

২য় দিন সকালে বের হবো মেঘ দেখতে। সাজেকে মেঘ দেখা যায় ভোর বেলা। এরপর সকালের নাস্তা করে নিবো। তারপর সাজেক থেকে রওনা করবো খাগড়াছড়ির উদ্দেশ্যে। দুপুরের খাওয়ার শেষে, আমরা ঘুরে বেড়াবো রিসাং ঝর্ণা, আলুটিলা গুহা, তারেং ও ঝুলন্ত ব্রিজে। সন্ধ্যার মধ্যে আবার খাগড়াছড়ি শহরে ফিরে। সন্ধ্যার পরের সময়টায় ব্যাক্তিগত শপিং টাইম।

খাবার : ১ম দিন সকালের খাবারে থাকবে পরোটা, ডিমভাজি, ডাল, চা। দুপুরে মুরগীর মাংস, ভর্তা, ডাল, সবজি। রাতে বার-বি-কিউ ডিনার। ২য় দিন সকালের খাবারে থাকবে খিচুড়ি ও ডিমকারি, আর দুপুরে খাওয়াদাওয়া করবো খাগড়াছড়ির বিখ্যাত রেস্টুরেন্ট মনটানা-য়।

কনফার্ম করার ডেডলাইনঃ
বুকিংয়ের নির্দিষ্ট কোনো ডেডলাইন নেই। তবে আগে থেকে কনফার্ম করলে ভালো রুম পাওয়া যায়, এবং ট্যুর সুন্দর ও গুছানো হয়।

❑ সাজেক ভ্যালি ট্যুর প্যাকেজ বুকিং কনফার্ম করার জন্য ৫০ ভাগ টাকা বুকিং মানি হিসেবে অগ্রিম পরিশোধ করতে হবে।

❑ চাইল্ড পলিসি: ০ থেকে ৩ বছরের শিশুদের জন্য ফ্রি এবং ৩+ থেকে ৬ বছরের শিশুদের জন্য আলোচনা স্বাপেক্ষে ছাড় প্রযোজ্য হবে।

সাজেক ভ্যালি ভ্রমণ প্যাকেজে যা যা থাকছে

⦿ খাগড়াছড়ি বাস কাউন্টার থেকে পিকআপ ও ড্রপ।
⦿ যাতায়াত ও ঘোরাঘুরির জন্য শেয়ার্ড জিপ।
⦿ দুইদিনে ৫ বেলা খাবার।
⦿ সাজেক ভ্যালিতে রাত্রিযযাপনের কটেজ।
⦿ গাইড সার্ভিস

❑ যা থাকছেনা
⦿ দেশের যেকোনো স্থান থেকে খাগড়াছড়িতে আসার বাস ভাড়া।

❑ লক্ষণীয়
⦿কোন হিডেন চার্জ নেই।
⦿গ্রিন বেল্টের বিভিন্ন ট্যুর শেষে ট্রাভেলারদের ফিডব্যাক জানতে ও ট্যুরের ছবি দেখতে জয়েন করতে পারেন উন্মুক্ত ট্রাভেল আড্ডার গ্রুপ Green Belt The Travelers‘এ।

❑ কেন গ্রিন বেল্ট এর সার্ভিস নিবেন? : ২০১৬ সালে গ্রিন বেল্ট ট্যুরিজম যাত্রা শুরু করে। এরপর গত ৯ বছরে গ্রিন বেল্ট এর সার্ভিস নিয়েছেন ৮৫ হাজার এর বেশি ট্রাভেলার। এর মধ্যে সাজেক ভ্যালি প্যাকেজ বাদেও কক্সবাজার, সেইন্টমার্টিন, রাঙ্গামাটি, সিলেট, সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর, বান্দরবান সহ অনেকগুলো ডেস্টিনেশন রয়েছে। দেশের বাইরে মূলত সিকিম, দার্জিলিং, মেঘালয়, ভূটান ও কাশ্মীর ট্যুর পরিচালনা করে গ্রিন বেল্ট। প্রাতিষ্ঠানিক ভাবে বাংলাদেশ সচিবালয়ের বিভিন্ন মাননীয় সচিব থেকে শুরু করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, টেকনোভিস্তা, ড্রাগ ইন্টারন্যাশনাল, কোকাকোলা (আব্দুল মোনেম লিঃ), রক্সি পেইন্ট, ডাচ বাংলা, মার্কেন্টাইল ব্যাংক, সিটি ব্যাংক, সহ ৮ টি ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চ, পঙ্গু হাসপাতালের ডাক্তারগন, ঢাকা মেডিকেল, আসগর আলী মেডিক্যাল সহ বিভিন্ন মেডিকেলের ডাক্তারগণ আমাদের কর্পোরেট ট্যুর সার্ভিস নিয়েছেন।

সাজেক ভ্যালি ট্যুর প্যাকেজ গ্রিন বেল্ট একটি সিগনেচার ট্যুর। আমাদের দক্ষ টিম প্রস্তত আপনাকে সহায়তা করতে।

বুকিং মানি জমা দেয়ার পদ্ধতি

১. সরাসরি অফিসে এসে বুকিং মানি জমা দেয়া যাবে।
শাহ-আলী প্লাজা, ১৪তম তলা, মিরপুর ১০ গোল চত্ত্বর।

২. বিকাশ ও ডাচ বাংলা ব্যাংকের রকেট করা যাবে।
৩. ব্যাংক ডিপোজিট করে বুকিং করা যাবে। (City Bank, MTB, EBL)

**যোগাযোগ :
0186 9649 817 ( WhatsApp )
0181 0137 002
0188 6363 232

ফেসবুক: Green Belt

আমাদের অন্যান্য ট্যুর প্যাকেজ

সিলেট ট্যুর প্যাকেজ

সবুজ পাহাড়, আঁকা বাঁকা পাথুরে নদী আর মায়াবী ঝর্ণার জনপদ সিলেট। এখানের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য প্রতিনিয়ত হাতছানি দিয়ে ডাকে পর্যটকদের। সিলেটের মূল আকর্ষণ সাদা পাথর, জাফলং, লালাখাল, চা বাগান ইত্যাদি। প্রতিটি দর্শনীয় স্থানে শীত, গ্রীষ্ম, বর্ষা সব ঋতুতে আলাদা সৌন্দর্য উপভোগ করা যায়। ন্যূনতম ২ জনে হলেই গ্রিন-বেল্টের সাথে সপ্তাহের যেকোনো দিন বেড়িয়ে পড়তে পারেন সিলেট ভ্রমণে। আমাদের সবগুলো ট্যুরই এখন প্রাইভেট ট্যুর! অর্থাৎ আপনাদের জন্য আলাদা আয়োজন থাকবে! নিজেদের একান্ত মূহুর্তগুলো বাইরের কারো সাথে শেয়ার করা লাগছে না। আর আপনার ট্যুরের দায়িত্বে থাকছে দীর্ঘ ৯ বছর যাবত সফল ভাবে ট্যুর পরিচালনা করে আসা গ্রিন বেল্ট এর দক্ষ টিম। সিলেট ট্যুর প্যাকেজ এর বিস্তারিত –

গন্তব্যঃ সিলেট ট্যুর

❑ যাত্রার তারিখ : 
আপনার যাত্রার তারিখ আপনি নিজেই ঠিক করার স্বাধীনতা থাকছে। ন্যূনতম ২ জন হলে যেকোনোদিন সিলেট ট্যুর প্যাকেজ নিতে পারবেন।

❑ ভ্রমণের স্থান সমুহ 
⦿ জাফলং ⦿লালাখাল ⦿ ভোলাগঞ্জ সাদা পাথর ⦿ চা বাগান ⦿ সংগ্রামপুঞ্জী মায়াবী ঝর্ণা ⦿ হরিপুর গ্যাস ফিল্ড

❑ ভ্রমণ খরচ (সিলেট টু সিলেট)
জনপ্রতি ৫৭০০/- টাকা। (নন-এসি রুম)
জনপ্রতি ৬২০০/- টাকা। (এসি রুম)

❑ কাপল প্যাকেজ সমূহ
প্রতি কাপল ১২৫০০ টাকা | নন এসি কাপল রুম
প্রতি কাপল ১৩৫০০ টাকা | এসি কাপল রুম

❑ উল্লেখযোগ্যঃ প্রথমদিন সিলেট পৌঁছানোর পর থেকে আপনার ট্যুরের পুরো দায়িত্ব গ্রিন বেল্ট টিম এর। কেউ আমাদের মাধ্যমে বাস টিকিট করতে চাইলে, গ্রিন বেল্ট বাস টিকিট কেটে দেওয়ার ব্যাপারে সহায়তা করবে।

সিলেট ভ্রমণের সম্ভাব্য বর্ণনা

প্রথম দিন  ব্রেকফাস্ট শেষে রওনা করবো ভোলাগঞ্জ এর উদ্দেশ্যে। এখানকার মূল আকর্ষণ ভারত থেকে নেমে আসা পাহাড়ী ধলাই নদ এর তীরের সাদা পাথর। সেখানকার স্বচ্ছ টলমলে জলে গা ভেজাবো। ধলাই নদের পাড়ের রেস্টুরেন্টে দুপুরের খাবার খাবো। বিকেলটা কাটিয়ে দিব লালাখালে। সন্ধ্যার মধ্যে সিলেট শহরে ফিরে আসবো।

দ্বিতীয় দিন সকালে নাস্তা সেরে চলে যাবো জাফলং এর উদ্দেশ্যে। পথে দেখে নিবো হরিপুর গ্যাস ফিল্ডের অগ্নিকূপ। সেখান থেকে জাফলংয়ে পিয়াইন নদীর তীরে দুপুরের খাবার। জাফলং ঘুরে চা বাগান দেখে আমরা চলে যাবো সংগ্রামপুঞ্জী ঝর্ণায়। এদিন সিলেট আসতে আমাদের সন্ধ্যা পার হবে। এর মধ্য দিয়ে আমাদের দুই দিনের সিলেট ট্যুর এর ইতি টানবো।

সিলেট ভ্রমণ জাফলং
গ্রিন বেল্ট সিলেট ট্যুর এর একটি মুহুর্ত

কনফার্ম করার ডেডলাইন

❑ বুকিংয়ের নির্দিষ্ট কোনো ডেডলাইন নেই। তবে আগে থেকে কনফার্ম করলে ভালো হোটেল, সুন্দর ও গুছানো ট্যুর হয়।
❑ সিলেৎ ট্যুর প্যাকেজ বুকিং কনফার্ম করার জন্য ৫০ ভাগ টাকা বুকিং মানি হিসেবে অগ্রিম পরিশোধ করতে হবে।

চাইল্ড পলিসি: ০ থেকে ৩ বছরের শিশুদের জন্য ফ্রি এবং ৩+ থেকে ৬ বছরের শিশুদের জন্য আলোচনা স্বাপেক্ষে ছাড় প্রযোজ্য হবে।

যা যা থাকছে এর মধ্যে
⦿ সিলেট পৌঁছানোর পর সকালের খাবার থেকে শুরু করে আসার দিন দুপুরের খাবার পর্যন্ত মোট ৫ বেলা খাবার।
⦿ 3 Star Quality হোটেল।
⦿ ভোলাগঞ্জ, লালাখাল ও জাফলংয়ে রিজার্ভ নৌকা ভাড়া ও এন্ট্রি ফি।

❑ যা থাকছেনা
⦿ দেশের যেকোন প্রান্ত থেকে সিলেট আসা যাওয়ার বাস ভাড়া।

❑ উল্লেখযোগ্য

⦿ আমাদের সিলেট ট্যুর প্যাকেজ সহ কোনো ট্যুরেই কোন হিডেন চার্জ নেই।
⦿ গ্রিন বেল্টের বিভিন্ন ট্যুর শেষে ট্রাভেলারদের ফিডব্যাক জানতে ও ট্যুরের ছবি দেখতে জয়েন করতে পারেন উন্মুক্ত ট্রাভেল আড্ডার গ্রুপ Green Belt The Travelers‘এ।

সিলেট ভ্রমণ
সিলেট ট্যুরে হোটেলের লবিতে গ্রিন বেল্ট টি

❑ কেন গ্রিন বেল্ট এর সার্ভিস নিবেন? : ২০১৬ সালে গ্রিন বেল্ট ট্যুরিজম যাত্রা শুরু করে। এরপর গত ৯ বছরে গ্রিন বেল্ট এর সার্ভিস নিয়েছেন ৮৫ হাজার এর বেশি ট্রাভেলার। এর মধ্যে সিলেট ট্যুর প্যাকেজ বাদেও সাজেক ভ্যালি, কক্সবাজার, সেইন্টমার্টিন, রাঙ্গামাটি, সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর, বান্দরবান সহ অনেকগুলো ডেস্টিনেশন রয়েছে। দেশের বাইরে মূলত সিকিম, দার্জিলিং, মেঘালয়, ভূটান ও কাশ্মীর ট্যুর পরিচালনা করে গ্রিন বেল্ট। প্রাতিষ্ঠানিক ভাবে বাংলাদেশ সচিবালয়ের বিভিন্ন মাননীয় সচিব থেকে শুরু করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, টেকনোভিস্তা, ড্রাগ ইন্টারন্যাশনাল, কোকাকোলা (আব্দুল মোনেম লিঃ), রক্সি পেইন্ট, ডাচ বাংলা, মার্কেন্টাইল ব্যাংক, সিটি ব্যাংক, সহ ১২ টি ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চ, পঙ্গু হাসপাতালের ডাক্তারগন, ঢাকা মেডিকেল, আসগর আলী মেডিক্যাল সহ বিভিন্ন মেডিকেলের ডাক্তারগণ আমাদের কর্পোরেট ট্যুর সার্ভিস নিয়েছেন।

সিলেট ট্যুর প্যাকেজ গ্রিন বেল্ট একটি সিগনেচার ট্যুর। আমাদের দক্ষ টিম প্রস্তত আপনাকে সহায়তা করতে।

বুকিং মানি জমা দেওয়ার পদ্ধতি
১. সরাসরি অফিসে এসে বুকিং মানি জমা দেয়া যাবে।
শাহ-আলী প্লাজা, ১৪ তলা, মিরপুর ১০ নাম্বার সার্কেল।
২. বিকাশ ও ডাচ বাংলা ব্যাংকের রকেট করা যাবে।
৩. ব্যাংক ডিপোজিট করে বুকিং করা যাবে। (City Bank, MTB, EBL)

যোগাযোগঃ
0181 0137 002
0186 9649 817 ( WhatsApp )

আরো ট্যুর প্যাকেজ দেখুন

সুন্দরবন ট্যুর প্যাকেজ (রিসোর্ট)

বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র সুন্দরবন। পৃথিবীর সর্ববৃহৎ এই ম্যানগ্রোভ বন এখনো রহস্য আবৃত। সাধারণত দুই ধরণের সুন্দরবন ট্যুর প্যাকেজ হয়। একটা শিপে এবং অন্যটা রিসোর্টে। সুন্দরবন ভ্রমণ এর সবচেয়ে আকর্ষণীয় অংশ হচ্ছে ক্যানেল ক্রুজিং। যেটা শিপের চেয়ে রিসোর্টেই ভালো হয়।

গ্রিন বেল্ট এর ট্যুর গুলো সাধারণত সুন্দরবন এর সবচেয়ে নান্দনিক বনবিবি ফরেস্ট রিসোর্ট এ হয়। বনবিবির আকর্ষণীয় বিষয় এর লোকেশন। ৩ খালের মোহনায় এই রিসোর্টের অবস্থান হওয়ায়, সুন্দরবন এর অন্যান্য রিসোর্ট এর তুলনায় বনবিবি থেকে বন্যপ্রাণী দেখার সুযোগ সবচেয়ে বেশি।

গন্তব্য : সুন্দরবন ট্যুর (বনবিবি রিসোর্ট)

❑ যাত্রার তারিখ :
আপনার যাত্রার তারিখ আপনি নিজেই ঠিক করার স্বাধীনতা থাকছে। ন্যূনতম ২ জন হলে যেকোনোদিন সুন্দরবন ট্যুর প্যাকেজ নিতে পারবেন।

❑ ভ্রমণ খরচঃ (মংলা থেকে পিক এন্ড ড্রপ)

১ রাত ২ দিন – জঙ্গল ভিউ কটেজ
এক রুমে ৪ জন – জনপ্রতি ৩৭০০ টাকা
এক রুমে ৩ জন – জনপ্রতি ৪১০০ টাকা
এক রুমে ২ জন – জনপ্রতি ৫০০০ টাকা

১ রাত ২ দিন – রিভার ভিউ ভিলা
এক রুমে ৪ জন – জনপ্রতি ৪১০০ টাকা
এক রুমে ৩ জন – জনপ্রতি ৪৬০০ টাকা
এক রুমে ২ জন – জনপ্রতি ৬০০০ টাকা

১ রাত ২ দিন – ডুপ্লেক্স ভিলা
এক ভিলায় ৪ জন – জনপ্রতি ৪৫০০ টাকা
এক ভিলায় ৫ জন – জনপ্রতি ৪২০০ টাকা
এক ভিলায় ৬ জন – জনপ্রতি ৪০০০ টাকা
এক ভিলায় ৭ জন – জনপ্রতি ৩৮০০ টাকা
এক ভিলায় ৮ জন – জনপ্রতি ৩৫০০ টাকা

১ রাত ২ দিন – ফ্যামিলি ভিলা
এক ভিলায় ৫ জন – জনপ্রতি ৫০০০ টাকা
এক ভিলায় ৬-৭ জন – জনপ্রতি ৪৫০০ টাকা
এক ভিলায় ৮ জন – জনপ্রতি ৪২০০ টাকা
এক ভিলায় ৯-১০ জন – জনপ্রতি ৪০০০ টাকা

এছাড়া ৪ থেকে ৮ জনের আছে ডুপ্লেক্স ভিলা। ৬ থেকে ১০ জনের আছে ফ্যামিলি ভিলা। বনবিবি ফরেস্ট রিসোর্ট এ রুম এভেইলএভেল না থাকলে কাছাকাছি অন্য রিসোর্টে রুম নেওয়া হবে। সেক্ষেত্রে আপনার সুন্দরবন ট্যুর প্যাকেজ প্রাইস কিছুটা পরিবর্তন হবে।

বনবিবি ফরেস্ট রিসোর্ট সুন্দরবন ট্যুর Bonobibi Forest Resort Sundarban Tour
রিভারভিউ কাপল ভিলা

সুন্দরবন ট্যুর প‌্যাকেজে যা যা থাকছে

⦿ মংলা থেকে পিক এন্ড ড্রপ
⦿ ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার
⦿ অভিজ্ঞ ভ্রমণ গাইড সহ করমজল অভয়ারণ্য ভ্রমণ
⦿ সুন্দরবন ট্যুরের সবচেয়ে আকর্ষণীয় অংশ ক্যানেল ক্রুজিং

❑ উল্লেখযোগ্য
⦿ আমাদের সুন্দরবন ট্যুর প্যাকেজ সহ কোনো ট্যুরেই কোন হিডেন চার্জ নেই।
⦿ গ্রিন বেল্টের বিভিন্ন ট্যুর শেষে ট্রাভেলারদের ফিডব্যাক জানতে ও ট্যুরের ছবি দেখতে জয়েন করতে পারেন উন্মুক্ত ট্রাভেল আড্ডার গ্রুপ Green Belt The Travelers‘এ।

❑ আমাদের অভিজ্ঞতা : ২০১৬ সালে যাত্রা শুরু হয় গ্রিন বেল্ট ট্যুরিজম এর।  ৯ বছরের সফল পথচলায় দেশে ও দেশের বাইরের ট্যুরে গ্রিন বেল্ট থেকে সেবা নিয়েছেন ১ লাখ এর বেশি ট্রাভেলার। এর মধ্যে সুন্দরবন ট্যুর প্যাকেজ বাদেও সাজেক ভ্যালি, কক্সবাজার, সেইন্টমার্টিন, রাঙ্গামাটি, সিলেট, টাঙ্গুয়ার হাওর, বান্দরবান সহ অনেকগুলো ডেস্টিনেশন রয়েছে। দেশের বাইরে মূলত সিকিম, দার্জিলিং, মেঘালয়, ভূটান ও কাশ্মীর ট্যুর পরিচালনা করে গ্রিন বেল্ট। প্রাতিষ্ঠানিক ভাবে বাংলাদেশ সচিবালয়ের বিভিন্ন মাননীয় সচিব থেকে শুরু করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, টেকনোভিস্তা, ড্রাগ ইন্টারন্যাশনাল, কোকাকোলা (আব্দুল মোনেম লিঃ), রক্সি পেইন্ট, ডাচ বাংলা, মার্কেন্টাইল ব্যাংক, সিটি ব্যাংক, সহ ৮ টি ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চ, পঙ্গু হাসপাতালের ডাক্তারগন, ঢাকা মেডিকেল, আসগর আলী মেডিক্যাল সহ বিভিন্ন মেডিকেলের ডাক্তারগণ আমাদের কর্পোরেট ট্যুর সার্ভিস নিয়েছেন। আমাদের প্রতিটি প্যাকেজ ‘ফ্যামিলি ও ফিমেইলদের’ কথা মাথায় রেখে ডিজাইন করা হয়। আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট ট্যুর আয়োজনের জন্য ভরসা করতে পারেন আমাদের দক্ষ টিমের উপর!

বুকিং মানি জমা দেওয়ার পদ্ধতি

১. সরাসরি অফিসে এসে বুকিং মানি জমা দেয়া যাবে।
শাহ-আলী প্লাজা, ১৪ তলা, মিরপুর ১০ নাম্বার সার্কেল।

২. বিকাশ ও অন্যান্য মোবাইল ব্যাংকিং।
৩. ব্যাংক ডিপোজিট করে বুকিং করা যাবে।

**যোগাযোগ :
0188 6463232
0186 9649 817 (WhatsApp )

 

আরো ট্যুর প্যাকেজ দেখুন

বান্দরবান ভ্রমণ প্যাকেজ

বান্দরবানকে বলা যায় বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের রাজধানী। সবুজ পাহাড়, পাহাড়ী নদী, মেঘ আর ঝর্ণার উপত্যকা বান্দরবান। গ্রিন বেল্ট এর বিভিন্ন ক্যাটাগরির বান্দরবান ট্যুর প্যাকেজ রয়েছে। আমাদের সবগুলো ট্যুরই এখন প্রাইভেট ট্যুর! অর্থাৎ আপনাদের জন্য আলাদা আয়োজন থাকবে! নিজেদের একান্ত মূহুর্তগুলো বাইরের কারো সাথে শেয়ার করা লাগছে না। আর আপনার ট্যুরের দায়িত্বে থাকছে দীর্ঘ ৯ বছর যাবত সফল ভাবে ট্যুর পরিচালনা করে আসা গ্রিন বেল্ট এর দক্ষ টিম।

গন্তব্যঃ বান্দরবান ভ্রমন

❑ যাত্রার তারিখ :
আপনার যাত্রার তারিখ আপনি নিজেই ঠিক করার স্বাধীনতা থাকছে। ন্যূনতম ২ জন হলে যেকোনোদিন যেতে পারবেন বান্দরবান ভ্রমণে।

❑ ভ্রমণের স্থান সমুহ
⦿ নীলগিরি ⦿ নীলাচল ⦿ চিম্বুক পাহাড় ⦿শৈল প্রপাত ⦿স্বর্ণ মন্দির (অনুমতি সাপেক্ষে) ⦿ মেঘলা পর্যটন কেন্দ্র ⦿ সাঙ্গু রিভার

❑ ভ্রমণ খরচ (বান্দরবান টু বান্দরবান)
জনপ্রতি ৫০০০/- টাকা  (নন-এসি রুম)
জনপ্রতি ৫৫০০/- টাকা (এসি রুম)

❑ কাপল প্যাকেজ সমূহ
প্রতি কাপল ১০৫০০ টাকা | নন এসি কাপল রুম
প্রতি কাপল ১২০০০ টাকা | এসি কাপল রুম

❑ উল্লেখযোগ্যঃ প্রথমদিন বান্দরবান পৌঁছানোর পর থেকে আপনার ট্যুরের পুরো দায়িত্ব গ্রিন বেল্ট টিম এর। কেউ আমাদের মাধ্যমে বাস টিকিট করতে চাইলে, গ্রিন বেল্ট বাস টিকিট কেটে দেওয়ার ব্যাপারে সহায়তা করবে।

গ্রিন বেল্ট বান্দরবান ট্যুরের একটি মুহুর্ত

বান্দরবান ভ্রমণ পরিকল্পনা

১ম দিন সকালে বান্দরবানে হোটেলে চেক ইন। ফ্রেশ হয়ে কিছুটা বিশ্রাম নিয়ে ব্রেকফাস্ট। এরপর যাবো মেঘলা পর্যটন কমপ্লেক্স, কমপ্লেক্স পুরোটা ঘুরে দেখবো। দুপুরে লাঞ্চের পর স্বর্ন মন্দির পরিদর্শন শেষে বিকেলে মেঘ দেখতে আর বার্ডস আই ভিউতে বান্দরবান দেখতে নীলাচল যাবো। সন্ধ্যায় ফিরে আসবো হোটেলে। সন্ধ্যার পর ব্যক্তিগত শপিং টাইম।

২য় দিন সকালে মেঘের রাজ্যে হারিয়ে যেতে আমরা চলে যাবো নীলগিরি। সেখান থেকে চিম্বুক পাহাড়। দুপুরে লাঞ্চ শেষে বিকেলটা কাটিয়ে দিবো সাঙ্গু নদীর তীরে। এদিন শহরে ফিরতে আমাদের সন্ধ্যা হবে। এর মধ্য দিয়েই আমাদের দুই দিনের বান্দরবান ভ্রমণ এর ইতি টানবো।

খাবার:
সকালে পরোটা, ডিম, ডাল ও চা। প্রথম দিন দুপুরে চিকেন রোস্ট, ডাল, সালাদ। দ্বিতীয় দিন দুপুরে চিকেন বিরিয়ানী। প্রথম দিন রাতে গ্রিলড চিকেন, পরটা ও সফট ড্রিংস।  খাবারের কোয়ালিটি মেন্টেইন করা হবে।

বান্দরবান ভ্রমণ প্যাকেজ এ যা থাকছে

⦿ বান্দরবান বাস কাউন্টার থেকে পিকআপ ও ড্রপ।
⦿ দুই দিনের ট্রান্সপোর্ট।
⦿ দুই দিনে ৫ বেলা খাবার
⦿ হোটেল

 যা থাকছেনা
⦿ দেশের যেকোনো স্থান থেকে বান্দরবান আসার বাস ভাড়া।
⦿ পর্যটন কেন্দ্র সমূহের এন্ট্রি টিকেট (১৫০ টাকা+-)

কনফার্ম করার ডেডলাইন:

বুকিংয়ের নির্দিষ্ট কোনো ডেডলাইন নেই। তবে আগে থেকে কনফার্ম করলে ভালো রুম পাওয়া যায়, এবং ট্যুর সুন্দর ও গুছানো হয়।
❑ বান্দরবান ট্যুর প্যাকেজ বুকিং কনফার্ম করার জন্য ৫০ ভাগ টাকা বুকিং মানি হিসেবে অগ্রিম পরিশোধ করতে হবে।
❑ চাইল্ড পলিসি: ০ থেকে ৩ বছরের শিশুদের জন্য ফ্রি এবং ৩+ থেকে ৬ বছরের শিশুদের জন্য আলোচনা স্বাপেক্ষে ছাড় প্রযোজ্য হবে।

❑ উল্লেখযোগ্য
⦿কোন হিডেন চার্জ নেই।
⦿ Green Belt এর বিভিন্ন ট্যুর শেষে ট্রাভেলারদের ফিডব্যাক জানতে ও ট্যুরের ছবি দেখতে জয়েন করতে পারেন উন্মুক্ত ট্রাভেল আড্ডার গ্রুপ Green Belt The Travelers‘এ।

কেন গ্রিন বেল্ট এর সার্ভিস নিবেন? : ট্যুরিজম ব্র্যান্ড হিসেবে ২০১৬ সালে গ্রিন বেল্ট যাত্রা শুরু করে। এরপর গত ৯ বছরে গ্রিন বেল্ট এর সার্ভিস নিয়েছেন ৮৫ হাজার এর বেশি ট্রাভেলার। এর মধ্যে বান্দরবান ট্যুর প্যাকেজ বাদেও সাজেক ভ্যালি, কক্সবাজার, সেইন্টমার্টিন, রাঙ্গামাটি, সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর, সিলেট সহ অনেকগুলো ডেস্টিনেশন রয়েছে। দেশের বাইরে মূলত সিকিম, দার্জিলিং, মেঘালয়, ভূটান ও কাশ্মীর ট্যুর পরিচালনা করে গ্রিন বেল্ট। প্রাতিষ্ঠানিক ভাবে বাংলাদেশ সচিবালয়ের বিভিন্ন মাননীয় সচিব থেকে শুরু করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, টেকনোভিস্তা, ড্রাগ ইন্টারন্যাশনাল, কোকাকোলা (আব্দুল মোনেম লিঃ), রক্সি পেইন্ট, ডাচ বাংলা, মার্কেন্টাইল ব্যাংক, সিটি ব্যাংক, সহ ১২ টি ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চ, পঙ্গু হাসপাতালের ডাক্তারগন, ঢাকা মেডিকেল, আসগর আলী মেডিক্যাল সহ বিভিন্ন মেডিকেলের ডাক্তারগণ আমাদের কর্পোরেট ট্যুর সার্ভিস নিয়েছেন।

ন্যূনতম ২ জন হলে যেকোনোদিন আমরা কাস্টমাইজ বান্দরবান ট্যুর এরেঞ্জ করে থাকি। এছাড়া আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট ট্যুর আয়োজনের জন্য ভরসা করতে পারেন আমাদের দক্ষ টিমের উপর! আপনার স্বপ্নগুলো হোক স্মৃতিময়!

বুকিং মানি জমা দেয়ার পদ্ধতি

১. সরাসরি অফিসে এসে বুকিং মানি জমা দেয়া যাবে।
শাহ-আলী প্লাজা, ১৪তম তলা, মিরপুর ১০ গোল চত্ত্বর।

২. বিকাশ ও ডাচ বাংলা ব্যাংকের রকেট করা যাবে।
৩. ব্যাংক ডিপোজিট করে বুকিং করা যাবে। (City Bank, MTB, EBL)

যোগাযোগ
0181 0137 002
0186 9649 817 ( WhatsApp )

আরো ট্যুর প্যাকেজ দেখুন

টাঙ্গুয়ার হাওর ট্যুর প্যাকেজ

চারদিকে থইথই পানি- বিশাল জলরাশি, এর মধ্যে ডুবে আছে অনেকগুলো গ্রাম, সেইসব গ্রামের একপাশে মেঘালয়ের পাহাড়-ঝর্ণা, এই নিয়ে টাঙ্গুয়ার হাওড়! দেশে অনেকগুলো প্রতিষ্ঠান টাঙ্গুয়ার হাওর ট্যুর প্যাকেজ অফার করছে।  গ্রিন বেল্ট এর বিশেষত্ব হলো- গ্রিন বেল্ট মূলত কাজ করে ফ্যামিলি ট্যুর নিয়ে। নারীদের সুবিধা অসুবিধা বিবেচনায় রেখেই আমরা ট্যুর ডিজাইন করে থাকি। কর্পোরেট ফ্যামিলি ট্যুরের ক্ষেত্রেও দেশের শীর্ষস্থানীয় মাল্টিন্যাশনাল হাউজগুলো ভরসা রেখেছে আমাদের উপর। হাওড়ের সবচেয়ে নান্দনিক ও প্রিমিয়াম ২টি হাউজবোট রূপকথা – The Floating Paradise এবং চন্দ্রাবতী – Daughter of Tangua থাকছে আমাদের প্রতিটি টাঙ্গুয়ার হাওর ট্যুরে।

গন্তব্য: টাঙ্গুয়ার হাওর ভ্রমণ

❑ যাত্রার তারিখঃ ( সপ্তাহে ৩ টি ট্যুর )

ট্যুর ১ || শুক্রবার – শনিবার
ট্যুর ২ || রবিবার – সোমবার
ট্যুর ৩ || বুধবার – বৃহস্পতিবার

❑ ভ্রমণের স্থান সমুহ
⦿ টাঙ্গুয়ার হাওড় ⦿নিলাদ্রী লেক (শহীদ সিরাজ লেক) ⦿বারিক্কা টিলা ⦿যাদুকাটা নদী ⦿লাকমা ছড়া ⦿শিমুল বাগান ⦿টেকের ঘাট ⦿মেঘালয় পাহাড় সাইটসিং

❑ ভ্রমণ খরচ ( রূপকথা হাউজবোট )

⦿উইন্ডো ভিউ কাপল কেবিন জনপ্রতি ৫৫০০ টাকা
⦿কাপল কেবিন + এটাচ বেলকনি জনপ্রতি ৬০০০ টাকা
⦿কাপল কেবিন + এটাচ বেলকনি + এটাচ বাথ জনপ্রতি ৭৫০০ টাকা

ডিস্কাউন্টঃ
শুক্র – শনিবার ব্যাতিত  জনপ্রতি ১০০০ টাকা ফ্ল্যাট ডিস্কাউন্ট থাকবে।

❑ ভ্রমণ খরচ ( চন্দ্রাবতী হাউজবোট )

⦿ কাপল কেবিন জনপ্রতি ৬০০০ টাকা
⦿ ট্রিপল শেয়ার কেবিন জনপ্রতি ৫০০০ টাকা

ডিস্কাউন্টঃ শুক্র – শনিবার ব্যাতিত  জনপ্রতি ৫০০ টাকা ফ্ল্যাট ডিস্কাউন্ট থাকবে।

ট্যুর প্ল্যান

১ম দিনঃ সুনামগঞ্জ পৌঁছে সেখান থেকে টাঙ্গুয়ার হাওড়ের  অন্যতম ২টি সেরা হাউজবোট রূপকথা – Rupkotha The Floating Paradise অথবা চন্দ্রাবতী – Daughter of Tangua হাউজবোটে করে আমাদের টাঙ্গুয়ার হাওর যাত্রা।  প্রথমেই চলে যাবো ওয়াচ টাওয়ার। চার দিক জলমগ্ন এই টাওয়ার থেকে পাখির চোখে দেখা যায় টাঙ্গুয়ার হাওর। এখানে টলটলে পানিতে চলবে আবগাহন। এরপরের গন্তব্য সীমান্ত ঘেঁষা গ্রাম টেকের ঘাট। হাওড়ের শেষ আর ভারতের মেঘালয় পাহাড়ের শুরু এখানে। টেকের ঘাটে আমরা ঘুরে দেখবো চুনাপাথরের লেক নিলাদ্রী আর লাকমাছড়া। রাতে টেকের ঘাটে অবস্থান।

২য় দিনঃ সকাল ১০টার মধ্যে বোট নিয়ে চলে যাবো বারিক্কা টিলা, শিমুল বাগান ও পাহাড়ের কোল ঘেঁসে বয়ে চলা যাদুকাটা নদীর উদ্দেশ্যে। স্বচ্ছ-ঠান্ডা জলে গোসল শেষে সন্ধ্যার মধ্যে ফিরে আসবো সুনামগঞ্জ। দুইদিনের চমৎকার ভ্রমণ এর স্মৃতি নিয়ে এদিন রাতে সুনামগঞ্জকে বিদায় জানিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করবো।

 

নীলাদ্রী লেক
নীলাদ্রি লেক | ছবি: গ্রিন বেল্ট

টাঙ্গুয়ার হাওর ট্যুর প্যাকেজে যা যা থাকছে
⦿ রিজার্ভ প্রিমিয়াম হাউজবোট।
⦿ পর্যাপ্ত লাইফ জ্যাকেট।
⦿ প্রথমদিন সকালের খাবার থেকে শুরু করে আসার দিন বিকেলের খাবার পর্যন্ত প্রথমদিন ৪ বেলা এবং পরদিন ৩ বেলা খাবার।

❑ যা থাকছেনা
⦿ ঢাকা থেকে সুনামগঞ্জ আসা-যাওয়ার বাস টিকিট। কেউ চাইলে গ্রিন বেল্ট বাস টিকিট কেটে দিবে।
⦿ ফেরার দিন রাতের খাবার।
⦿ হিডেন চার্জ।

❑ কনফার্ম করার ডেডলাইন: আসন ফাঁকা থাকা সাপেক্ষে বুকিং কনফার্ম করা যাবে।
❑ কনফার্ম করার জন্য ৫০% অগ্রিম ডিপোজিট করে বুকিং কনফার্ম করতে হবে।
❑ চাইল্ড পলিসিঃ ০ থেকে ৩ বছরের শিশুদের জন্য ফ্রি এবং ৩+ থেকে ৬ বছরের শিশুদের জন্য আলোচনা স্বাপেক্ষে ছাড় প্রযোজ্য হবে।

কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবে

⦿ টাঙ্গুয়ার হাওর একটি আপাদমস্তক একটি রিলাক্স ট্যুর।
⦿ Green Belt এর বিভিন্ন ট্যুর শেষে ট্রাভেলারদের ফিডব্যাক জানতে ও ট্যুরের ছবি দেখতে জয়েন করতে পারেন উন্মুক্ত ট্রাভেল আড্ডার গ্রুপ Green Belt The Travelers‘এ।

❑ আমাদের অভিজ্ঞতা : ২০১৬ সালে গ্রিন বেল্ট ট্যুরিজম যাত্রা শুরু করে। এরপর গত ৮ বছরে গ্রিন বেল্ট সাফল্যের সাথে পরিচালনা করেছে ১০০০ এরও বেশি ট্যুর। এর মধ্যে টাঙ্গুয়ার হাওর ট্যুর প্যাকেজ বাদেও কক্সবাজার, সেইন্টমার্টিন, রাঙ্গামাটি, সিলেট, সুন্দরবন, সাজেক, বান্দরবান সহ অনেকগুলো ডেস্টিনেশন রয়েছে। দেশের বাইরে মূলত সিকিম, দার্জিলিং, মেঘালয়, ভূটান ও কাশ্মীর ট্যুর পরিচালনা করে গ্রিন বেল্ট। প্রাতিষ্ঠানিক ভাবে বাংলাদেশ সচিবালয়ের বিভিন্ন মাননীয় সচিব থেকে শুরু করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, টেকনোভিস্তা, ড্রাগ ইন্টারন্যাশনাল, কোকাকোলা (আব্দুল মোনেম লিঃ), রক্সি পেইন্ট, ডাচ বাংলা, মার্কেন্টাইল ব্যাংক, সিটি ব্যাংক, সহ ৮ টি ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চ, পঙ্গু হাসপাতালের ডাক্তারগন, ঢাকা মেডিকেল, আসগর আলী মেডিক্যাল সহ বিভিন্ন মেডিকেলের ডাক্তারগণ আমাদের কর্পোরেট ট্যুর সার্ভিস নিয়েছেন।

এছাড়া আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট ট্যুর আয়োজনের জন্য ভরসা করতে পারেন আমাদের দক্ষ টিমের উপর! আপনার স্বপ্নগুলো স্মৃতি হোক!

বুকিং মানি জমা দেওয়ার পদ্ধতি

সরাসরি অফিসে এসে বুকিং মানি জমা দেয়া যাবে।
( শাহ-আলী প্লাজা, ১৪তম তলা, মিরপুর ১০ নাম্বার গোল চত্ত্বর।)

বিকাশ ও ডাচ বাংলা ব্যাংকের রকেট করা যাবে।

ব্যাংক ডিপোজিট করে বুকিং করা যাবে।

যোগাযোগ
0186 9649 817 ( WhatsApp )
0181 0137 002
0188 6363 232

আরো ট্যুর প্যাকেজ দেখুন

দার্জিলিং ট্যুর প্যাকেজ

বিদেশ ভ্রমনে চমৎকার অভিজ্ঞতা পেতে সবচেয়ে সহায়ক হচ্ছে সঠিক ট্যুর প্ল্যান এবং সেখানকার লোকাল সাপোর্ট। আর এই দুটি ক্ষেত্রেই নিজেদেরকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে দেশের সবচেয়ে ফিমেইল ফ্রেন্ডলি ট্যুর অর্গানাইজার  গ্রিন বেল্ট। ধার করা ট্যুর প্ল্যান নয় বরং নিজস্ব অভিজ্ঞতা আর দক্ষতার সমন্বয়ে আমাদের টিম প্রস্তুত আপনাকে আথিতেয়তার পুরোটুকু দিতে। দেশে অনেকগুলো প্রতিষ্ঠান দার্জিলিং ট্যুর প্যাকেজ অফার করছে।  Green Belt এর বিশেষত্ব হলো- গ্রিন বেল্ট মূলত কাজ করে ফ্যামিলি ট্যুর নিয়ে। নারীদের সুবিধা অসুবিধা বিবেচনায় রেখেই আমরা ট্যুর ডিজাইন করে থাকি। কর্পোরেট ফ্যামিলি ট্যুরের ক্ষেত্রেও দেশের শীর্ষস্থানীয় মাল্টিন্যাশনাল হাউজগুলো ভরসা রেখেছে আমাদের উপর।

গন্তব্য : দার্জিলিং ও মিরিক ভ্রমণ!

❑ যাত্রার তারিখ 
**নূন্যতম ৪ জন হলে যেকোন দিন প্রাইভেট ট্যুর এরেঞ্জ করা যাবে।

❑ ভ্রমণ খরচ
জনপ্রতি  ১৯,০০০ টাকা (এসি বাস+শেয়ারিং/ফ্যামিলি রুম)

❑ কাপল প্যাকেজ
প্রতি কাপল : ৪০,৫০০ টাকা (ঢাকা-বর্ডার এসি বাস)

❑ ভ্রমণের স্থান সমুহঃ
⦿ দার্জিলিং ⦿ টাইগার হিল ⦿ ঘুম মনেস্ট্রি ⦿ রক গার্ডেন ⦿ রোপওয়ে ⦿ মিরিক ⦿ টি গার্ডেন/মল রোড ⦿ হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউট ⦿ তেনজিং রক ⦿ জাপানিজ টেম্পল ⦿ জুওলজিক্যাল পার্ক

❑ দার্জিলিং ভ্রমণের সম্ভাব্য বর্ণনা

প্রথমদিন রাতে রওনা দিয়ে দ্বিতীয় দিন ভোরে বুড়িমারি বর্ডারে পৌঁছাবো। সকাল ৯টায় ইমিগ্রেশন কাস্টমস ওপেন হলে, সব ফর্মালিটি শেষ করে জিপে শিলিগুড়ি হয়ে দার্জিলিং উদ্দেশ্যে রওনা করবো।

তৃতীয় দিন সকালের নাস্তা শেষে রিজার্ভ জিপে আমরা একে একে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউট, রক গার্ডেন, জুওলজিক্যাল পার্ক, রোপওয়ে, তেনজিং রক, চা বাগান, জাপানিজ টেম্পল ঘুরে দেখবো।

চতুর্থ দিন ভোর চারটার মধ্যে হোটেল থেকে বের হয়ে চলে যাবো টাইগার হিল। ওখান থেকে দেখবো পৃথিবীর ৩য় উচ্চতম পর্বত কাঞ্চনজঙ্ঘার গায়ে সূর্যোদয়। তারপর একে একে বাতাসিয়া লুপ, ঘুম মনেস্ট্রি, ঘুম ইস্টিশন দেখবো। এদিন ভোর চারটা থেকে শুরু করে সকাল সাড়ে দশটার মধ্যেই আমাদের ঘোরাঘুরি শেষ হবে। এরপর দিনের বাকিটা সময় পার্সোনাল টাইম। কেউ চাইলে শপিং করতে পারেন।

পঞ্চম দিন ব্রেকফাস্ট শেষে রওনা করবো মিরিক’এর উদ্দেশ্যে। হিমালয়ের কোল ঘেঁষা পাহাড়ী শহর মিরিক’এর সৌন্দর্য উপভোগ করে আমরা দুপুরের মধ্যে চলে আসবো শিলিগুড়ি। শিলিগুড়িতে লাঞ্চ শেষে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবো। সন্ধ্যার মধ্যে কাস্টমস ইমিগ্রেশন শেষ করে , রাতের বাসে ঢাকায় ফিরবো। ষষ্ঠ দিন ভোর পাঁচটায় ঢাকা থাকবো।

কনফার্ম করার ডেডলাইন: যেহেতু দেশের বাইরে ট্যুর, পর্যাপ্ত সময় হাতে রেখে বুকিং কনফার্ম করতে হবে।

(বি.দ্রঃ ভিসা না থাকলে কমপক্ষে ২০ থেকে ৩০ দিন সময় হাতে রেখে যোগাযোগ করতে হবে।)

❑ কনফার্ম করার জন্য প্রতিজন ৭০০০ টাকা করে কনফার্মেশন মানি জমা দিতে হবে।

❑ চাইল্ড পলিসিঃ  ০ থেকে ৩ বছরের শিশুদের জন্য ফ্রি এবং ৩+ থেকে ৮ বছরের শিশুদের জন্য আলোচনা সাপেক্ষে চার্জ প্রযোজ্য হবে।

দার্জিলিং ট্যুর প্যাকেজে যা যা থাকছে

⦿ ঢাকা -দার্জিলিং- ঢাকা বাস টিকিট, জিপ সহ সকল যাতায়াত খরচ।
⦿ ৩ রাত হোটেল একোমডেশন
⦿ দার্জিলিং পৌছানোর পর প্রথম দিন  রাতের খাবার থেকে শুরু করে আসার দিন দুপুর পর্যন্ত প্রতিদিন ৩ বেলা খাবার।
⦿ সকল প্রকার হোটেল ট্যাক্স ও পার্কিং চার্জ ।

❑ যা থাকছেনা
⦿ ঢাকা থেকে বুড়িমারি যাওয়া আসার পথে বাসের যাত্রা বিরতিতে খাবার।
⦿ ট্রাভেল ট্যাক্স
⦿ বর্ডার স্পিড মানি
⦿ এন্ট্রি ফি

কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবে

⦿ ভিসায় পোর্ট চ্যাংড়াবান্দা হলে এই ট্যুর এ জয়েন করতে পারবেন।

⦿ যদি ভিসায় চ্যাংড়াবান্ধা পোর্ট না থাকে তবে খুব সহজেই এটি এড করে নিতে পারবেন।

⦿ যদি ভিসা না থাকে তবে ভিসা করানো অথবা পোর্ট এডের ক্ষেত্রে গ্রিনবেল্ট সব রকম সহযোগিতা করবে।

⦿ হোটেলে এক রুমে ৪ জন করে থাকা। রুমে দুইটা করে বড় বেড থাকবে। ফ্যামিলি না হলে অবশ্যই মেয়েদের থাকার রুম আলাদা থাকবে। কাপলদের জন্য কাপল রুম থাকবে।

⦿ সব রুমে এটাচ বাথ ও গিজার থাকবে।

⦿ শুধুমাত্র ফ্যামিলি ট্যুরিজম নিয়ে কাজ করা গ্রিন বেল্ট বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান।

⦿ কোন হিডেন চার্জ নেই।

⦿ বাসের আসন বণ্টনের ক্ষেত্রে সিট আগে বুকিং দিলে আগে পাবেন ভিত্তিতে দেয়া হবে। **

⦿ আমাদের বিভিন্ন ট্যুর শেষে ট্রাভেলারদের ফিডব্যাক জানতে ও ট্যুরের ছবি দেখতে জয়েন করতে পারেন উন্মুক্ত ট্রাভেল আড্ডার গ্রুপ Green Belt The Travelers‘এ।

আমাদের অভিজ্ঞতা : ট্যুরিজম ব্র্যান্ড হিসেবে ২০১৬ সালে গ্রিন বেল্ট যাত্রা শুরু করে। তারপর গত ৬ বছরে গ্রিন বেল্ট সাফল্যের সাথে পরিচালনা করেছে ১০০০ এরও বেশি ট্যুর। দেশের বাইরের ট্যুরগুলোর মধ্যে ভারত ও ভূটানে ট্যুর পরিচালনায় গ্রিন বেল্ট এর দক্ষতা সর্বাধিক। ভারতে দার্জিলিং ট্যুর প্যাকেজ বাদেও সিকিম, মেঘালয় ও কাশ্মীর ট্যুর রয়েছে আমাদের। দেশের ভিতরে রয়েছে সাজেক ভ্যালি, কক্সবাজার, সেইন্টমার্টিন, বান্দরবান, রাঙ্গামাটি, সুন্দরবন, সিলেট সহ অনেকগুলো ডেস্টিনেশন। প্রাতিষ্ঠানিক ভাবে বাংলাদেশ সচিবালয়ের বিভিন্ন মাননীয় সচিব থেকে শুরু করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, টেকনোভিস্তা, ড্রাগ ইন্টারন্যাশনাল, কোকাকোলা (আব্দুল মোনেম লিঃ), রক্সি পেইন্ট, ডাচ বাংলা, মার্কেন্টাইল ব্যাংক, সিটি ব্যাংক, সহ ৮ টি ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চ, পঙ্গু হাসপাতালের ডাক্তারগন, ঢাকা মেডিকেল, আসগর আলী মেডিক্যাল সহ বিভিন্ন মেডিকেলের ডাক্তারগণ আমাদের কর্পোরেট ট্যুর সার্ভিস নিয়েছেন। রেগুলার ট্যুর বাদেও নূন্যতম ৫ জন হলে আমাদের কাস্টমাইজ দার্জিলিং ট্যুর প্যাকেজ নিতে পারবেন। আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট ট্যুর আয়োজনের জন্য ভরসা করতে পারেন আমাদের দক্ষ টিমের উপর! আপনার স্বপ্নগুলো স্মৃতি হোক!

বুকিং মানি জমা দেওয়ার পদ্ধতি

** সরাসরি অফিসে এসে বুকিং মানি জমা দেয়া যাবে।
(শাহ-আলী প্লাজা, ১৪তম তলা, মিরপুর ১০ নাম্বার গোল চত্ত্বর।)

** বিকাশ ও ডাচ বাংলা ব্যাংকের রকেট করা যাবে।

** ব্যাংক ডিপোজিট করে বুকিং করা যাবে।

**যোগাযোগ :
0186 9649 817 ( WhatsApp )
01886-363232
01810-137002

আমাদের অন্যান্য ট্যুর প্যাকেজ

সিকিম ট্যুর প্যাকেজ

বিদেশ ভ্রমনে চমৎকার অভিজ্ঞতা পেতে সবচেয়ে সহায়ক হচ্ছে সঠিক ট্যুর প্ল্যান এবং সেখানকার লোকাল সাপোর্ট। আর এই দুটি ক্ষেত্রেই নিজেদেরকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে দেশের সবচেয়ে ফিমেইল ফ্রেন্ডলি ট্যুর অর্গানাইজার  গ্রিন বেল্ট। ধার করা ট্যুর প্ল্যান নয় বরং নিজস্ব অভিজ্ঞতা আর দক্ষতার সমন্বয়ে আমাদের টিম প্রস্তুত আপনাকে আথিতেয়তার পুরোটুকু দিতে। দেশে অনেকগুলো প্রতিষ্ঠান সিকিম ট্যুর প্যাকেজ অফার করছে।  Green Belt এর বিশেষত্ব হলো- গ্রিন বেল্ট মূলত কাজ করে ফ্যামিলি ট্যুর নিয়ে। নারীদের সুবিধা অসুবিধা বিবেচনায় রেখেই আমরা ট্যুর ডিজাইন করে থাকি। কর্পোরেট ফ্যামিলি ট্যুরের ক্ষেত্রেও দেশের শীর্ষস্থানীয় মাল্টিন্যাশনাল হাউজগুলো ভরসা রেখেছে আমাদের উপর।

গন্তব্য: সিকিম ভ্রমণ!

❑ যাত্রার তারিখঃ

**নূন্যতম ৪ জন হলে যেকোন দিন প্রাইভেট ট্যুর এরেঞ্জ করা যাবে।

❑ ভ্রমণ খরচ
জনপ্রতি  ২৫৫০০ টাকা (শেয়ারিং/ফ্যামিলি রুম)
কাপল প্যাকেজ: ৫৩০০০ টাকা (প্রতি কাপল)

❑ ভ্রমণের স্থান সমুহ
⦿ সিকিম ⦿ গ্যাংটক ⦿ লাচুং ⦿ ইয়ামথাং ভ্যালি ⦿ নামনাং ভিউ পয়েন্ট ⦿ তাশি ভিউ পয়েন্ট ⦿ ইঞ্চে মনেস্ট্রি ⦿ টিবেটলজি ⦿ বানজাগ্রি ওয়াটারফল ⦿ সেভেন সিস্টার্স ওয়াটারফল ⦿ নাগা ওয়াটারফল

সিকিম ভ্রমণের সম্ভাব্য বর্ণনা

১ম দিন রাতে রওনা দিয়ে ২য় দিন ভোরে বুড়িমারি বর্ডারে পৌঁছাবো। সকাল ৯টায় ইমিগ্রেশন কাস্টমস ওপেন হলে, সব ফর্মালিটি শেষ করে শিলিগুড়ি হয়ে রওয়ানা করবো সিকিমের উদ্দেশ্যে। সন্ধ্যার আগেই গ্যাংটকে হোটেল চেক ইন।

তৃতীয় দিন সকালের নাস্তা শেষে রিজার্ভ জিপে সাইট সিয়িং এর উদ্দেশ্যে বের হবো। এদিন আমরা গ্যাংটক ও এর চারপাশের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখবো। চতুর্থ দিন ব্রেকফাস্টের পর হোটেল থেকে চেকআউট করে আমরা রওনা করবো সিকিমের মূল আকর্ষণ লাচুং এর উদ্দেশ্যে। পথে গাড়ি থামিয়ে আমরা দেখে নিবো বরফ জমে যাওয়া একাধিক ঝর্ণা। বিকেলের মধ্যে লাচুংয়ে হোটেলে চেক-ইন। দিনের বাকিটা সময় হোটেলের আশেপাশে বরফের রাজ্যে নিজেদের মতো সময় কাটাবো।

পঞ্চম দিন ব্রেকফাস্টের পর চলে যাবো ইয়ামথাং ভ্যালি ও জিরো পয়েন্টের উদ্দেশ্যে। সেখানে বরফের রাজ্যে দুই ঘন্টা কাটিয়ে আমরা আবার লাচুং ফিরে আসবো। এরপর লাঞ্চ শেষে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা করবো। রাতে গ্যাংটকে অবস্থান। ষষ্ঠ দিন ব্রেকফাস্টের পর শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা করবো। শিলিগুড়ি হয়ে বিকেলের মধ্যে বাংলাদেশ বর্ডার চলে আসবো। এরপর বর্ডার ক্রস করে সন্ধ্যার বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা। পরদিন ভোর ৫টায় ঢাকায় থাকবো।

কনফার্ম করার ডেডলাইন: যেহেতু দেশের বাইরে ট্যুর, পর্যাপ্ত সময় হাতে রেখে বুকিং কনফার্ম করতে হবে।

(বি.দ্রঃ ভিসা না থাকলে কমপক্ষে ২০ থেকে ৩০ দিন সময় হাতে রেখে যোগাযোগ করতে হবে।)

❑ কনফার্ম করার জন্য ডেডলাইনের মধ্যে প্রতিজন ৭০০০ টাকা করে কনফার্মেশন মানি জমা দিতে হবে।

❑ চাইল্ড পলিসিঃ ০ থেকে ৩ বছরের শিশুদের জন্য ফ্রি এবং ৩+ থেকে ৮ বছরের শিশুদের জন্য আলোচনা সাপেক্ষে চার্জ প্রযোজ্য হবে।

সিকিম ট্যুর প্যাকেজে যা যা থাকছে

⦿ ঢাকা -বুড়িমারী- ঢাকা বাস টিকিট, জিপ সহ সকল যাতায়াত খরচ।
⦿ ৪ রাত হোটেলে থাকা।
⦿ ভারত পৌঁছানোর পর প্রথমদিন রাতের খাবার থেকে শুরু করে আসার দিন দুপুরের খাবার পর্যন্ত প্রতিদিন ৩ বেলা খাবার।
⦿ সকল প্রকার হোটেল ট্যাক্স ও পার্কিং চার্জ ।

❑ যা থাকছেনা
⦿ ঢাকা থেকে বুড়িমারি যাওয়া আসার পথে বাসের যাত্রা বিরতিতে খাবার।
⦿ ট্রাভেল ট্যাক্স
⦿ বর্ডার স্পিড মানি
⦿ লাচুং থেকে জিরো পয়েন্ট যাওয়ার খরচ, এই প্যাকেজে অন্তর্ভূক্ত না। জিরো পয়েন্ট যাওয়ার পারমিশন আগে থেকে পাওয়া যায় না। লাচুংয়ে উপস্থিত হয়ে পারমিশন নিতে হয়। পারমিশন পাওয়া আবহাওয়ার উপর নির্ভর করে। পারমিশন পাওয়া গেলে জিরো পয়েন্ট যাওয়ার খরচ জিপের সবাইকে ভাগ করে নিতে হবে। প্রতি জিপ সম্ভাব্য ৩০০০ রুপি।

কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবে

⦿ ভিসায় পোর্ট চ্যাংড়াবান্দা হলে এই ট্যুর এ জয়েন করতে পারবেন।

⦿ যদি ভিসায় চ্যাংড়াবান্ধা পোর্ট না থাকে তবে খুব সহজেই এটি এড করে নিতে পারবেন।

⦿ যদি ভিসা না থাকে তবে ভিসা করানো অথবা পোর্ট এডের ক্ষেত্রে গ্রিনবেল্ট সব রকম সহযোগিতা করবে।

⦿ হোটেলে এক রুমে ৪ জন করে থাকা। রুমে দুইটা করে বড় বেড থাকবে। ফ্যামিলি না হলে অবশ্যই মেয়েদের থাকার রুম আলাদা থাকবে। কাপলদের জন্য কাপল রুম থাকবে।

⦿ সব রুমে এটাচ বাথ ও গিজার থাকবে।

⦿ শুধুমাত্র ফ্যামিলি ট্যুরিজম নিয়ে কাজ করা গ্রিন বেল্ট বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান।

⦿ কোন হিডেন চার্জ নেই।

⦿ বাসের আসন বণ্টনের ক্ষেত্রে সিট আগে বুকিং দিলে আগে পাবেন ভিত্তিতে দেয়া হবে। **

⦿ আমাদের বিভিন্ন ট্যুর শেষে ট্রাভেলারদের ফিডব্যাক জানতে ও ট্যুরের ছবি দেখতে জয়েন করতে পারেন উন্মুক্ত ট্রাভেল আড্ডার গ্রুপ Green Belt The Travelers‘এ।

আমাদের অভিজ্ঞতা : ট্যুরিজম ব্র্যান্ড হিসেবে ২০১৬ সালে গ্রিন বেল্ট যাত্রা শুরু করে। তারপর গত ৭ বছরে গ্রিন বেল্ট সাফল্যের সাথে পরিচালনা করেছে ১৫০০ এর বেশি ট্যুর। দেশের বাইরের ট্যুরগুলোর মধ্যে ভারত ও ভূটানে ট্যুর পরিচালনায় গ্রিন বেল্ট এর দক্ষতা সর্বাধিক। ভারতে সিকিম ট্যুর প্যাকেজ বাদেও দার্জিলিং, মেঘালয় ও কাশ্মীর ট্যুর রয়েছে আমাদের। দেশের ভিতরে রয়েছে সাজেক ভ্যালি, কক্সবাজার, সেইন্টমার্টিন, বান্দরবান, রাঙ্গামাটি, সুন্দরবন, সিলেট সহ অনেকগুলো ডেস্টিনেশন। প্রাতিষ্ঠানিক ভাবে বাংলাদেশ সচিবালয়ের বিভিন্ন মাননীয় সচিব থেকে শুরু করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, টেকনোভিস্তা, ড্রাগ ইন্টারন্যাশনাল, কোকাকোলা (আব্দুল মোনেম লিঃ), রক্সি পেইন্ট, ডাচ বাংলা, মার্কেন্টাইল ব্যাংক, সিটি ব্যাংক সহ ৮ টি ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চ, পঙ্গু হাসপাতালের ডাক্তারগন, ঢাকা মেডিকেল, আসগর আলী মেডিক্যাল সহ বিভিন্ন মেডিকেলের ডাক্তারগণ আমাদের কর্পোরেট ট্যুর সার্ভিস নিয়েছেন। রেগুলার ট্যুর বাদেও নূন্যতম ৫ জন হলে যেকোনোদিন আমরা কাস্টমাইজ ট্যুর এরেঞ্জ করে থাকি। আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট ট্যুর আয়োজনের জন্য ভরসা করতে পারেন আমাদের দক্ষ টিমের উপর! আপনার স্বপ্নগুলো স্মৃতি হোক!

বুকিং মানি জমা দেওয়ার পদ্ধতি

** সরাসরি অফিসে এসে বুকিং মানি জমা দেয়া যাবে।
(শাহ-আলী প্লাজা, ১৪তম তলা, মিরপুর ১০ নাম্বার গোল চত্ত্বর।)

** বিকাশ ও ডাচ বাংলা ব্যাংকের রকেট করা যাবে।

** ব্যাংক ডিপোজিট করে বুকিং করা যাবে।

**যোগাযোগ :
0186 9649 817 ( WhatsApp )
01886-363232
01810-137002

ভারতে গ্রিন বেল্ট এর অন্যান্য ট্যুর

দার্জিলিং ট্যুর প্যাকেজ
সিকিম ও দার্জিলিং কম্বাইন্ড ট্যুর
কাশ্মীর ট্যুর প্যাকেজ
মেঘালয় ট্যুর প্যাকেজ

 

 

সিকিম ও দার্জিলিং ভ্রমণ প্যাকেজ

বিদেশ ভ্রমনে চমৎকার অভিজ্ঞতা পেতে সবচেয়ে সহায়ক হচ্ছে সঠিক ট্যুর প্ল্যান এবং সেখানকার লোকাল সাপোর্ট। আর এই দুটি ক্ষেত্রেই নিজেদেরকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে দেশের সবচেয়ে ফিমেইল ফ্রেন্ডলি ট্যুর অর্গানাইজার  গ্রিন বেল্ট। ধার করা ট্যুর প্ল্যান নয় বরং নিজস্ব অভিজ্ঞতা আর দক্ষতার সমন্বয়ে আমাদের টিম প্রস্তুত আপনাকে আথিতেয়তার পুরোটুকু দিতে। দেশে অনেকগুলো প্রতিষ্ঠান সিকিম ট্যুর প্যাকেজ অফার করছে।  Green Belt এর বিশেষত্ব হলো- গ্রিন বেল্ট মূলত কাজ করে ফ্যামিলি ট্যুর নিয়ে। নারীদের সুবিধা অসুবিধা বিবেচনায় রেখেই আমরা ট্যুর ডিজাইন করে থাকি। কর্পোরেট ফ্যামিলি ট্যুরের ক্ষেত্রেও দেশের শীর্ষস্থানীয় মাল্টিন্যাশনাল হাউজগুলো ভরসা রেখেছে আমাদের উপর।

গন্তব্য: সিকিম ও দার্জিলিং ভ্রমণ!

❑ যাত্রার তারিখঃ

ঈদ ট্যুরঃ ১২ এপ্রিল ২০২৪

**নূন্যতম ৪ জন হলে যেকোন দিন প্রাইভেট ট্যুর এরেঞ্জ করা যাবে।

ভ্রমণ খরচ
জনপ্রতি ২৮০০০ টাকা (শেয়ারিং/ফ্যামিলি রুম)
কাপল প্যাকেজ: ৬০,০০০ টাকা (প্রতি কাপল)

ভ্রমণের স্থান সমুহ

⦿ সিকিম ⦿ দার্জিলিং ⦿ গ্যাংটক ⦿ লাচুং ⦿ ইয়ামথাং ভ্যালি ⦿ নামনাং ভিউ পয়েন্ট ⦿ টাইগার হিল ⦿ ঘুম মনেস্ট্রি ⦿ রক গার্ডেন ⦿ রোপওয়ে ⦿ হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউট ⦿ তেনজিং রক ⦿ জাপানিজ টেম্পল ⦿ গণেষ টক ⦿ জুওলজিক্যাল পার্ক

সিকিম ও দার্জিলিং ভ্রমণের সম্ভাব্য বর্ণনা

১ম দিন রাতে রওনা দিয়ে ২য় দিন ভোরে বুড়িমারি বর্ডারে পৌঁছাবো। সকাল ৯টায় ইমিগ্রেশন কাস্টমস ওপেন হলে, সব ফর্মালিটি শেষ করে শিলিগুড়ি হয়ে রওয়ানা করবো সিকিমের উদ্দেশ্যে। সন্ধ্যার আগেই গ্যাংটকে হোটেল চেক ইন।

৩য় দিন ব্রেকফাস্টের পর হোটেল থেকে চেকআউট করে আমরা রওনা করবো সিকিমের মূল আকর্ষণ লাচুং এর উদ্দেশ্যে। পথে গাড়ি থামিয়ে আমরা দেখে নিবো বরফ জমে যাওয়া একাধিক ঝর্ণা। বিকেলের মধ্যে লাচুংয়ে হোটেলে চেক-ইন। দিনের বাকিটা সময় হোটেলের আশেপাশে বরফের রাজ্যে নিজেদের মতো সময় কাটাবো।

৪র্থ দিন ব্রেকফাস্টের পর চলে যাবো ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে। সেখানে বরফের রাজ্যে দুই ঘন্টা কাটিয়ে আমরা আবার লাচুং ফিরে আসবো। এরপর লাঞ্চ শেষে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা করবো। রাতে গ্যাংটকে অবস্থান করবো।

৫ম দিন ব্রেকফাস্টের পর হোটেল থেকে চেকআউট করে আমরা রওনা করবো দার্জিলিং এর উদ্দ্যেশে। এই দিনে হোটেলে চেক ইন করে লাঞ্চের পর পারসোনাল টাইম ও শপিং।

৬ষ্ঠ দিন ভোর চারটার মধ্যে হোটেল থেকে বের হয়ে চলে যাবো টাইগার হিল। ওখান থেকে দেখবো পৃথিবীর ৩য় উচ্চতম পর্বত কাঞ্চনজঙ্ঘার গায়ে সূর্যোদয়। তারপর একে একে বাতাসিয়া লুপ, ঘুম মনেস্ট্রি, ঘুম ইস্টিশন সহ দার্জিলিংয়ের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখবো।

৭ম দিন ব্রেকফাস্টের পর শিলিগুড়ি হয়ে বাংলাদেশ বর্ডার এর উদ্দেশ্যে রওনা করবো। এরপর বর্ডার ক্রস করে সন্ধ্যার বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা। ৮ম দিন ভোর ৫টায় ঢাকায় থাকবো।

❑ কনফার্ম করার ডেডলাইন: যেহেতু দেশের বাইরে ট্যুর, পর্যাপ্ত সময় হাতে রেখে বুকিং কনফার্ম করতে হবে।

(বি.দ্রঃ ভিসা না থাকলে কমপক্ষে ২০ থেকে ৩০ দিন সময় হাতে রেখে যোগাযোগ করতে হবে।)

❑ কনফার্ম করার জন্য জনপ্রতি ৭০০০ টাকা করে কনফার্মেশন মানি জমা দিতে হবে।

❑ চাইল্ড পলিসিঃ ০ থেকে ৩ বছরের শিশুদের জন্য ফ্রি এবং ৩+ থেকে ৭ বছরের শিশুদের জন্য আলোচনা সাপেক্ষে চার্জ প্রযোজ্য হবে।

সিকিম ও দার্জিলিং ট্যুর প্যাকেজে যা যা থাকছে
⦿ ঢাকা -বর্ডার- ঢাকা বাস টিকিট।
⦿ ভারতে ৫ রাত হোটেলে থাকা।
⦿ ভারতে অবস্থানকালীন প্রতিদিনের ৩ বেলা খাবার।
⦿ সকল প্রকার হোটেল ট্যাক্স ও পার্কিং চার্জ ।

যা থাকছেনা
⦿ বাংলাদেশ অংশে কোন খাবার।
⦿ ট্রাভেল ট্যাক্স
⦿ বর্ডার স্পিড মানি
⦿ এন্ট্রি ও রাইড টিকেট।

কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবে

⦿ ভিসায় পোর্ট চ্যাংড়াবান্দা হলে এই ট্যুর এ জয়েন করতে পারবেন।

⦿ যদি ভিসায় চ্যাংড়াবান্ধা পোর্ট না থাকে তবে খুব সহজেই এটি এড করে নিতে পারবেন।

⦿ যদি ভিসা না থাকে তবে ভিসা করানো অথবা পোর্ট এডের ক্ষেত্রে গ্রিনবেল্ট সব রকম সহযোগিতা করবে।

⦿ হোটেলে এক রুমে ৪ জন করে থাকা। রুমে দুইটা করে বড় বেড থাকবে। ফ্যামিলি না হলে অবশ্যই মেয়েদের থাকার রুম আলাদা থাকবে। কাপলদের জন্য কাপল রুম থাকবে।

⦿ সব রুমে এটাচ বাথ ও গিজার থাকবে।

⦿ শুধুমাত্র ফ্যামিলি ট্যুরিজম নিয়ে কাজ করা গ্রিন বেল্ট বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান।

⦿ কোন হিডেন চার্জ নেই।

⦿ বাসের আসন বণ্টনের ক্ষেত্রে সিট আগে বুকিং দিলে আগে পাবেন ভিত্তিতে দেয়া হবে।

⦿ আমাদের বিভিন্ন ট্যুর শেষে ট্রাভেলারদের ফিডব্যাক জানতে ও ট্যুরের ছবি দেখতে জয়েন করতে পারেন উন্মুক্ত ট্রাভেল আড্ডার গ্রুপ Green Belt The Travelers‘এ।

আমাদের অভিজ্ঞতা : ট্যুরিজম ব্র্যান্ড হিসেবে ২০১৬ সালে গ্রিন বেল্ট যাত্রা শুরু করে। তারপর গত ৭ বছরে গ্রিন বেল্ট সাফল্যের সাথে পরিচালনা করেছে ১০০০ এরও বেশি ট্যুর। দেশের বাইরের ট্যুরগুলোর মধ্যে ভারত ও ভূটানে ট্যুর পরিচালনায় গ্রিন বেল্ট এর দক্ষতা সর্বাধিক। ভারতে সিকিম দার্জিলি ট্যুর প্যাকেজ বাদেও মেঘালয় এবং কাশ্মীর ট্যুর রয়েছে আমাদের। দেশের ভিতরে রয়েছে সাজেক ভ্যালি, কক্সবাজার, সেইন্টমার্টিন, বান্দরবান, রাঙ্গামাটি, সুন্দরবন, সিলেট সহ অনেকগুলো ডেস্টিনেশন। প্রাতিষ্ঠানিক ভাবে বাংলাদেশ সচিবালয়ের বিভিন্ন মাননীয় সচিব থেকে শুরু করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, টেকনোভিস্তা, ড্রাগ ইন্টারন্যাশনাল, কোকাকোলা (আব্দুল মোনেম লিঃ), রক্সি পেইন্ট, ডাচ বাংলা, মার্কেন্টাইল ব্যাংক, সিটি ব্যাংক সহ ৮ টি ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চ, পঙ্গু হাসপাতালের ডাক্তারগন, ঢাকা মেডিকেল, আসগর আলী মেডিক্যাল সহ বিভিন্ন মেডিকেলের ডাক্তারগণ আমাদের কর্পোরেট ট্যুর সার্ভিস নিয়েছেন। রেগুলার ট্যুর বাদেও নূন্যতম ৫ জন হলে যেকোনোদিন আমরা কাস্টমাইজ ট্যুর এরেঞ্জ করে থাকি। আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট ট্যুর আয়োজনের জন্য ভরসা করতে পারেন আমাদের দক্ষ টিমের উপর! আপনার স্বপ্নগুলো স্মৃতি হোক!

বুকিং মানি জমা দেওয়ার পদ্ধতি

** সরাসরি অফিসে এসে বুকিং মানি জমা দেয়া যাবে।
(শাহ-আলী প্লাজা, ১৪তম তলা, মিরপুর ১০ নাম্বার গোল চত্ত্বর।)

** বিকাশ ও ডাচ বাংলা ব্যাংকের রকেট করা যাবে।

** ব্যাংক ডিপোজিট করে বুকিং করা যাবে।

**যোগাযোগ :
0186 9649 817 ( WhatsApp )
01886-363232
01810-137002

ভারতে গ্রিন বেল্ট এর অন্যান্য ট্যুর

মেঘালয় ট্যুর প্যাকেজ

মেঘ আর ঝর্ণার রাজ্য মেঘালয়। অসংখ্য ঝর্ণার পসরা নিয়ে শিলং-চেরাপুঞ্জির প্রকৃতি এখানে আহ্বান জানায় প্রকৃতি প্রেমীদের। বিদেশ ভ্রমনে চমৎকার অভিজ্ঞতা পেতে সবচেয়ে সহায়ক হচ্ছে সঠিক ট্যুর প্ল্যান এবং সেখানকার লোকাল সাপোর্ট। আর এই দুটি ক্ষেত্রেই নিজেদেরকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে দেশের সবচেয়ে ফিমেইল ফ্রেন্ডলি ট্যুর অর্গানাইজার গ্রিন বেল্ট। ধার করা ট্যুর প্ল্যান নয় বরং নিজস্ব অভিজ্ঞতা আর দক্ষতার সমন্বয়ে আমাদের টিম প্রস্তুত আপনাকে আথিতেয়তার পুরোটুকু দিতে। দেশে অনেকগুলো প্রতিষ্ঠান মেঘালয় ট্যুর প্যাকেজ অফার করছে। Green Belt এর বিশেষত্ব হলো- গ্রিন বেল্ট মূলত কাজ করে ফ্যামিলি ট্যুর নিয়ে। নারীদের সুবিধা অসুবিধা বিবেচনায় রেখেই আমরা ট্যুর ডিজাইন করে থাকি। কর্পোরেট ফ্যামিলি ট্যুরের ক্ষেত্রেও দেশের শীর্ষস্থানীয় মাল্টিন্যাশনাল হাউজগুলো ভরসা রেখেছে আমাদের উপর।

গন্তব্য : শিলং ও চেরাপুঞ্জি ভ্রমণ

❑ যাত্রার তারিখঃ

**নূন্যতম ৪ জন হলে যেকোন দিন প্রাইভেট ট্যুর এরেঞ্জ করা যাবে।

❑ ভ্রমণ খরচ

জনপ্রতি  ১৬,০০০ টাকা (নন এসি বাস+শেয়ারিং/ফ্যামিলি রুম)
জনপ্রতি  ১৭,০০০ টাকা (এসি বাস + শেয়ারিং/ফ্যামিলি রুম)

❑ কাপল প্যাকেজ
প্রতি কাপল : ৩৩,৫০০ টাকা (ঢাকা-সিলেট নন এসি বাস)
প্রতি কাপল : ৩৬,৫০০ টাকা (ঢাকা-সিলেট এসি বাস)

❑ ভ্রমণের স্থান সমুহ

⦿ শিলং ⦿উমগট রিভার ⦿চেরাপুঞ্জি ⦿বোরহিল ওয়াটারফলস ⦿উমক্রেম ওয়াটারফলস ⦿এলিফ্যান্ট ওয়াটারফলস ⦿সেভেন সিস্টার্স ওয়াটারফলস ⦿ওয়াকাবা ওয়াটারফলস ⦿নোহকালাইকাই ওয়াটারফলস ⦿এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মাওলিংনং ⦿লিভিং রুট ব্রিজ ⦿আরোয়া কেইভ এন্ড ভিউ পয়েন্ট ⦿ক্রাংসুরি ওয়াটারফলস ⦿শ্যূটিং ব্রিজ।

মেঘালয় ট্যুরের সম্ভাব্য বর্ণনা

১ম দিন রাতের বাসে ঢাকা থেকে সিলেট এর উদ্দেশ্য রওনা। ২য় দিন ভোরে সিলেট নেমে ফ্রেশ হয়ে চলে যাবো তামাবিল বর্ডারে। এরপর কাস্টমস ইমিগ্রেশন সব ফরমাল কাজ শেষ করে- সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে বর্ডার ক্রস করে ডউকি চলে যাবো। তারপর একে একে একে বোরহিল ঝর্ণা, এলিফ্যান্ট ফলস ঘুরে শিলং চলে আসবো। রাতে শিলং থাকবো।

৩য় দিন এর গন্তব্য মেঘালয়ের সবচেয়ে আকর্ষণীয় স্থান চেরাপুঞ্জি! যাওয়ার পথে আমরা দেখবো মেঘালয়ের অন্যতম আকর্ষন সেভেন সিস্টার্স ওয়াটারফল, নোহকালিকাই ওয়াটারফল সহ আরো অনেকগুলো ঝর্ণা ও ভিউ পয়েন্ট। এদিন রাতটা চেরাপুঞ্জিতে কাটিয়ে দিবো।

৪র্থ দিন সকালে ব্রেকফাস্ট শেষে রওনা করবো শিলং এর উদ্দেশ্যে। যাত্রাপথে দেখবো লিভিং রুট ব্রিজ, এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মাওলিং ভিলেজ, ক্রাংসুরি ঝর্ণা সহ আরো কিছু ভিঊ পয়েন্ট। এদিন রাতে শিলং থাকবো। ৫ম দিন সকালে ব্রেকফাস্ট শেষে স্বচ্ছ পানির উমঘট রিভার ঘুরে চলে আসবো বাংলাদেশ বর্ডারে। ইমিগ্রেশনের ফর্মালিটিজ শেষ করে দুপুরের মধ্যে বাংলাদেশে প্রবেশ করবো। এরপর সিলেট থেকে বিকেলের বাসে রওনা দিয়ে রাত ১০ টার মধ্যে ঢাকায় থাকবো।

কনফার্ম করার ডেডলাইন: যাত্রার তারিখের কমপক্ষে ১০ দিন আগে বুকিং কনফার্ম করতে হবে।
(বি.দ্রঃ শুধু মাত্র ভিসা থাকলে ডেড লাইনে মেঘালয় ট্যুর প্যাকেজ কনফার্ম করা যাবে। ভিসা না থাকলে পর্যাপ্ত সময় হাতে রেখে যোগাযোগ করতে হবে।)

❑ কনফার্ম করার জন্য ডেডলাইনের মধ্যে প্রতিজন ৭০০০ টাকা করে কনফার্মেশন মানি জমা দিতে হবে।

❑ চাইল্ড পলিসিঃ ০ থেকে ৩ বছরের শিশুদের জন্য ফ্রি এবং ৩+ থেকে  ৬ বছরের শিশুদের জন্য আলোচনা সাপেক্ষে চার্জ প্রযোজ্য হবে।

মেঘালয় ট্যুর প্যাকেজ যা যা থাকছে

⦿ ঢাকা -সিলেট-ঢাকা বাস টিকিট, ভারত ও বাংলাদেশে অভ্যন্তরীন ট্রান্সপোর্ট সহ সকল যাতায়াত খরচ।
⦿ঢাকা থেকে সিলেট পর্যন্ত বাস, সিলেট থেকে বর্ডার পর্যন্ত লেগুনা এবং ইন্ডিয়ান অংশে সুমো বা সেভেন সিটার কার।
⦿ মেঘালয়ে ৩ রাত হোটেলে থাকা।
⦿ ভারতে থাকাকালীন প্রতিদিনের ব্রেকফাস্ট।
⦿ সকল প্রকার হোটেল ট্যাক্স, পারমিশন ফি ও পার্কিং চার্জ।

❑ যা থাকছেনা
⦿ ভ্রমণ চলাকালীন কোনো লাঞ্চ ও ডিনার।
⦿ ট্রাভেল ট্যাক্স।
⦿ বর্ডার টিপস।

মেঘালয় ট্যুর কনফার্ম করার আগে যে বিষয়গুলো বিবেচনা করতে হবে

⦿ ভিসায় পোর্ট ডাউকি হলে এই ট্যুর এ জয়েন করতে পারবেন। যদি ভিসায় ডাউকি পোর্ট না থাকে তবে খুব সহজেই এটি এড করে নিতে পারবেন। পোর্ট এ্যাড করার জন্য আমাদেরকে নক করুন। পোর্ট এ্যাড করতে ১০ দিন সময় লাগে।

⦿ আপনার যদি ভিসা না থাকে তবে ভিসা করার ক্ষেত্রে গ্রিন বেল্ট সব রকম সহযোগিতা করবে।

⦿ হোটেলে এক রুমে ৪ জন করে থাকা। রুমে দুইটা করে বড় বেড থাকবে। ফ্যামিলি না হলে অবশ্যই মেয়েদের থাকার রুম আলাদা থাকবে। কাপলদের জন্য কাপল রুম থাকবে।

⦿ শুধুমাত্র ফ্যামিলি ট্যুরিজম নিয়ে কাজ করা গ্রিন বেল্ট বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান।

⦿ গ্রিন বেল্ট এর কোন ট্যুরে কোনো হিডেন চার্জ নেই।

⦿ বাসের আসন বণ্টনের ক্ষেত্রে সিট আগে বুকিং দিলে আগে পাবেন ভিত্তিতে দেয়া হবে।

⦿ আমাদের বিভিন্ন ট্যুর শেষে ট্রাভেলারদের ফিডব্যাক জানতে ও ট্যুরের ছবি দেখতে জয়েন করতে পারেন উন্মুক্ত ট্রাভেল আড্ডার গ্রুপ Green Belt The Travelers‘এ।

আমাদের অভিজ্ঞতা : ট্যুরিজম ব্র্যান্ড হিসেবে ২০১৬ সালে গ্রিন বেল্ট যাত্রা শুরু করে। তারপর গত ৬ বছরে গ্রিন বেল্ট সাফল্যের সাথে পরিচালনা করেছে ১০০০ এরও বেশি ট্যুর। দেশের বাইরের ট্যুরগুলোর মধ্যে ভারত ও ভূটানে ট্যুর পরিচালনায় গ্রিন বেল্ট এর দক্ষতা সর্বাধিক। ভারতে মেঘালয় ট্যুর প্যাকেজ বাদেও দার্জিলিং, সিকিম ও কাশ্মীর ট্যুর রয়েছে আমাদের। দেশের ভিতরে রয়েছে সাজেক ভ্যালি, কক্সবাজার, সেইন্টমার্টিন, বান্দরবান, রাঙ্গামাটি, সুন্দরবন, সিলেট সহ অনেকগুলো ডেস্টিনেশন। প্রাতিষ্ঠানিক ভাবে বাংলাদেশ সচিবালয়ের বিভিন্ন মাননীয় সচিব থেকে শুরু করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, টেকনোভিস্তা, ড্রাগ ইন্টারন্যাশনাল, কোকাকোলা (আব্দুল মোনেম লিঃ), রক্সি পেইন্ট, ডাচ বাংলা, মার্কেন্টাইল ব্যাংক, সিটি ব্যাংক, সহ ৮ টি ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চ, পঙ্গু হাসপাতালের ডাক্তারগন, ঢাকা মেডিকেল, আসগর আলী মেডিক্যাল সহ বিভিন্ন মেডিকেলের ডাক্তারগণ আমাদের কর্পোরেট ট্যুর সার্ভিস নিয়েছেন। রেগুলার ট্যুর বাদেও নূন্যতম ৫ জন হলে যেকোনোদিন আমরা কাস্টমাইজ ট্যুর এরেঞ্জ করে থাকি। আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট ট্যুর আয়োজনের জন্য ভরসা করতে পারেন আমাদের দক্ষ টিমের উপর! আপনার স্বপ্নগুলো স্মৃতি হোক!

বুকিং মানি জমা দেওয়ার পদ্ধতি

১. সরাসরি অফিসে এসে বুকিং মানি জমা দেয়া যাবে।
(শাহ আলী প্লাজা, লেভেল ১৪, স্যুইট ১৪০৩, মিরপুর ১০ গোল চত্ত্বর।)

২. বিকাশ ও ডাচ বাংলা ব্যাংকের রকেট করা যাবে।
৩. ব্যাংক ডিপোজিট করে বুকিং করা যাবে।

**যোগাযোগ :
0186 9649 817 ( WhatsApp )
01886-363232
01810-137002

 

কক্সবাজার ভ্রমণ প্যাকেজ

নীল সমুদ্রের মোহনীয় টানে দেশের সবচেয়ে ফিমেইল ফ্রেন্ডলি ট্যুর অর্গানাইজার গ্রিন বেল্ট‘ আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে কক্সবাজার ভ্রমণে। দেশে অনেকগুলো ট্যুর অপারেটর কক্সবাজার ট্যুর প্যাকেজ অফার করছে। গ্রিন বেল্ট এর বিশেষত্ব হলো- গ্রিন বেল্ট মূলত কাজ করে ফ্যামিলি ট্যুরিজম নিয়ে। নারীদের ছোটখাটো সুবিধা অসুবিধা বিবেচনায় রেখেই আমরা ট্যুর আয়োজন করে থাকি। কর্পোরেট ফ্যামিলি ট্যুরের ক্ষেত্রেও দেশের শীর্ষস্থানীয় মাল্টিন্যাশনাল হাউজগুলো ভরসা রেখেছে আমাদের উপর।

গন্তব্যঃ কক্সবাজার ভ্রমণ

❑ যাত্রার তারিখ :
নূন্যতম ২ জন হলে যেকোনোদিন কক্সবাজারে প্রাইভেট ট্যুর এরেঞ্জ করা যাবে। প্রাইভেট ট্যুরে শুধুমাত্র আপনি এবং আপনার পরিবার থাকবে।
__________________________
ভ্রমণ খরচ | বাই এয়ার | প্যাকেজ- ১
৮৭৫০ টাকা জনপ্রতি | ১ রাত | থ্রি স্টার হোটেল
১০৫০০ টাকা জনপ্রতি | ২ রাত | থ্রি স্টার হোটেল
ট্যুরে যা যা থাকছে
» যাওয়ার সময় এয়ার টিকিট, আসার সময় এসি বাস।
» এসি রুম
» লাক্সারি থ্রি স্টার হোটেল
» বাফেট ব্রেকফাস্ট

অফার পলিসিঃ ট্যুরের কমপক্ষে ৭ দিন আগে বুকিং করতে হবে। এর কম সময় হাতে রেখে বুকিং করলে এয়ার টিকিটের প্রাইস অনেক বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে বাড়তি দাম সমন্বয় করা হবে।

স্পেশাল অফারঃ ট্যুরের কমপক্ষে ২০ দিন আগে বুকিং করলে ৭.৫% ডিসকাউন্ট প্রযোজ্য হবে।
__________________________
ভ্রমণ খরচ | বাই বাস | প্যাকেজ- ২

৫৮০০ টাকা জনপ্রতি | ১ রাত | থ্রি স্টার হোটেল
৭৮০০ টাকা জনপ্রতি | ২ রাত | থ্রি স্টার হোটেল
৪৭০০ টাকা জনপ্রতি | ১ রাত | এক্সক্লুসিভ হোটেল
৬০০০ টাকা জনপ্রতি | ২ রাত | এক্সক্লুসিভ হোটেল

ট্যুরে যা যা থাকছে
» এসি বাস টিকিট
» এসি রুম
» লাক্সারি হোটেল
» ব্রেকফাস্ট

স্পেশাল অফারঃ ট্যুরের কমপক্ষে ১৫ দিন আগে বুকিং করলে ৭.৫% ডিসকাউন্ট প্রযোজ্য হবে।
__________________________

কক্সবাজার হোটেল
থ্রি স্টার হোটেল প্রিমিয়াম রুম

❑ বুকিং কনফার্ম করার ডেডলাইন
⦿ আপনার সুবিধামতো বুকিং করেতে পারবেন। তবে আগে থেকে বুকিং করলে সবকিছু ভালো পাওয়া যায়।
⦿ বুকিং কনফার্ম করার জন্য গ্রুপ ট্যুর এর ক্ষেত্রে ৫০ ভাগ টাকা অগ্রিম দিয়ে বুকিং করতে হবে। প্রাইভেট ট্যুরে ফুল পেমেন্ট প্রযোজ্য হবে।

❑ চাইল্ড পলিসি
⦿ বাচ্চার বয়স অনুযায়ী আলোচনা সাপেক্ষে প্রযোজ্য হবে।

❑ উল্লেখযোগ্য
⦿ গ্রিন বেল্ট এর কোনো ট্যুরে কোনো হিডেন চার্জ নেই।
⦿ গ্রিন বেল্টের বিভিন্ন ট্যুর শেষে ট্রাভেলারদের ফিডব্যাক জানতে ও ট্যুরের ছবি দেখতে জয়েন করতে পারেন উন্মুক্ত ট্রাভেল আড্ডার গ্রুপ Green Belt The Travelers‘এ।

❑ আমাদের অভিজ্ঞতা : গ্রিন বেল্ট ট্যুরিজম এর যাত্রা শুরু হয় ২০১৬ সালে। এরপর গত ৮ বছরে গ্রিন বেল্ট সাফল্যের সাথে পরিচালনা করেছে ১৫০০ এর বেশি ট্যুর। এর মধ্যে কক্সবাজার ট্যুর প্যাকেজ বাদেও সাজেক ভ্যালি, সিলেট, সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর, বান্দরবান সহ অনেকগুলো ভ্রমণ গন্তব্যতে ট্যুর পরিচালনা করেছে।। দেশের বাইরে মূলত সিকিম, দার্জিলিং, মেঘালয়, ভূটান ও কাশ্মীর ট্যুর পরিচালনা করে গ্রিন বেল্ট। প্রাতিষ্ঠানিক ভাবে বাংলাদেশ সচিবালয়ের বিভিন্ন মাননীয় সচিব থেকে শুরু করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, টেকনোভিস্তা, ড্রাগ ইন্টারন্যাশনাল, কোকাকোলা (আব্দুল মোনেম লিঃ), রক্সি পেইন্ট, ডাচ বাংলা, মার্কেন্টাইল ব্যাংক, সিটি ব্যাংক, সহ ৮ টি ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চ, পঙ্গু হাসপাতালের ডাক্তারগন, ঢাকা মেডিকেল, আসগর আলী মেডিক্যাল সহ বিভিন্ন মেডিকেলের ডাক্তারগণ আমাদের কর্পোরেট ট্যুর সার্ভিস নিয়েছেন। আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট ট্যুর আয়োজনের জন্য ভরসা করতে পারেন আমাদের দক্ষ টিমের উপর! আপনার স্বপ্নগুলো স্মৃতি হোক!

বুকিং মানি জমা দেওয়ার পদ্ধতি
১. সরাসরি অফিসে এসে বুকিং মানি জমা দেয়া যাবে।
১৪০৩- লেভেল ১৪, শাহ আলী প্লাজা, মিরপুর ১০

২. বিকাশ ও ডাচ বাংলা ব্যাংকের রকেট করা যাবে।
৩. ব্যাংক ডিপোজিট করে বুকিং করা যাবে।

যোগাযোগ :
0181 0137 002
0186 9649 817 ( WhatsApp )

আরো ট্যুর প্যাকেজ দেখুন

সেন্টমার্টিন শিপ টিকিট

ডিসেম্বর সেন্টমার্টিন ভ্রমণ মৌসুম। এই সময় ইনানি থেকে প্রতিদিন সেন্টমার্টিনের জাহাজ চলাচল করে।  সেন্টমার্টিন ভ্রমণের বাস টিকিট, সেন্টমার্টিন শিপ টিকিট ও রিসোর্ট রুম সার্ভিস দিচ্ছে গ্রিন বেল্ট

সেন্টমার্টিন শিপ টিকিট এর মূল্য তালিকা

এম-ভি বার আউলিয়া (ইনানি – সেন্টমার্টিন – ইনানি রাউন্ড ট্রিপ)

মেইন ডেক, সান ডেক  (১জন) ২৫০০/-
রিভারিয়া ও প্যানারোমা লাউঞ্জ (১জন) ২৮০০/-
মুজারাত লাউঞ্জ ১জন) ৩০০০/-
বাংকার বেড (১জন) ৪৫০০/-
ডিল্যাক্স কেবিন (২জন) ৭৫০০/-
ফ্যামিলি বাংকার বেড (৪ জন) ৮০০০/-
ভি আই পি কেবিন (২জন) ১৫০০০/-
ভি ভি আই পি কেবিন (২জন) ১৯,০০০/-

এম-ভি কর্নফুলি এক্সপ্রেস (ইনানি – সেন্টমার্টিন – ইনানি রাউন্ড ট্রিপ)
Lavender & Marigold (1 Person) 2500/=
Open Deck (1 Person) 3000/=
Gladiolus (1 Person) 3800/=
Lilac Lounge (1 Person) 4000/=
Chrysanthemum Lounge (1 Person) 4300/=
Single Cabin (1 Person) 5000/=
Twin Cabin (2 Person) 10000/=
VIP Cabin (2 Person)  15000/=
VVIP Cabin (2 Person)  19000/=

টিকিট কনফার্ম করার পদ্ধতি
১. সরাসরি অফিসে এসে বুকিং মানি জমা দেয়া যাবে।
১৪০৩- লেভেল ১৪, শাহ আলী প্লাজা, মিরপুর ১০

২. বিকাশ করা যাবে।
৩. ব্যাংক ডিপোজিট করে বুকিং করা যাবে। (EBL, MTB, City Bank)

যোগাযোগ :
01810137002 (বুকিং নাম্বার ও বিকাশ পারসোনাল নাম্বার)
0186 9649 817 (WhatsApp)

সিলেট শর্ট ট্রিপ

পাথুরে নদী, সবুজ পাহাড়, আর আর সেই পাহাড়ের বাঁকে বাঁকে চা বাগান। সিলেট মানেই প্রাকৃতিক সৌন্দর্যের এক জীবন্ত ক্যানভাস। দেশে অসংখ্য প্রতিষ্ঠান সিলেট ট্যুর প্যাকেজ অফার করছে।  গ্রিন বেল্ট এর বিশেষত্ব হলো- গ্রিন বেল্ট মূলত কাজ করে ফ্যামিলি ট্যুরিজম নিয়ে। নারীদের ছোটখাটো সুবিধা-অসুবিধা বিবেচনায় রেখেই আমরা ট্যুরের প্ল্যানিং করে থাকি। কর্পোরেট ট্যুরের ক্ষেত্রেও দেশের শীর্ষস্থানীয় মাল্টিন্যাশনাল হাউজগুলো ভরসা রেখেছে আমাদের উপর।

গন্তব্যঃ রাতারগুল ভোলাগঞ্জ

❑ যাত্রার তারিখ :
আপনার যাত্রার তারিখ আপনি নিজেই ঠিক করার স্বাধীনতা থাকছে। নূন্যতম ২ জন হলে যেকোনোদিন যেতে পারবেন সিলেট ভ্রমণে।

❑ ভ্রমণের স্থান সমুহ :
⦿ রাতারগুল ⦿ ভোলাগঞ্জ সাদা পাথর ⦿ চা বাগান

❑ ভ্রমণ খরচঃ
২৩০০/- টাকা প্রতি জন।

❑ যা যা থাকছে এর মধ্যে
⦿ ব্রেকফাস্ট – লাঞ্চ – ডিনার
⦿ রাতারগুল ও ভোলাগঞ্জে রিজার্ভ নৌকা ভাড়া।

❑ যা থাকছেনা
⦿ দেশের যেকোন প্রান্ত থেকে সিলেট আসা যাওয়ার বাস ভাড়া।

Sylhet Tour Package Green Belt Ratargul Bichanakandi

সিলেট ভ্রমণের সম্ভাব্য বর্ণনা

ভ্রমনের দিন ব্রেকফাস্ট শেষে রওনা করবো রাতারগুলের উদ্দেশ্যে। মায়াবী সুন্দর এই জলাবন ভ্রমণ শেষে আমরা চলে যাবো ভোলাগঞ্জ। ভোলাগঞ্জের রাস্তাটা বাংলাদেশের অন্যতম সুন্দর একটা রাস্তা। রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাবো ধলাই নদের তীরে। সেখানে সাদা পাথরের স্বচ্ছ টলটলে জলে গা ভেজাবো। পাথবের এই বিছানায় কাটিয়ে দিবো পুরোটা বিকেল।

সারাদিনের ভ্রমণ শেষে সন্ধ্যার আগেই রওনা করবো সিলেট শহরের উদ্দেশ্যে। রাতের খাবার খাবো বিখ্যাত পাঁচভাই অথবা পানসী রেস্টুরেন্টে, তারপর আমাদের স্মৃতিময় ট্যুর এর ইতি টানবো।

❑ কনফার্ম করার ডেডলাইন: আসন ফাঁকা থাকা সাপেক্ষে যাত্রার তারিখের কমপক্ষে ২ দিন আগে পর্যন্ত বুকিং কনফার্ম করা যাবে।

❑ কনফার্ম করতে চাইলে ডেডলাইনের মধ্যে জনপ্রতি ৫০ ভাগ টাকা অগ্রিম ডিপোজিট করে বুকিং কনফার্ম করতে হবে।

❑ চাইল্ড পলিসি: ০ থেকে ৩ বছরের শিশুদের জন্য ফ্রি এবং ৩+ থেকে ৫ বছরের শিশুদের জন্য আলোচনা স্বাপেক্ষে ছাড় প্রযোজ্য হবে।

❑ উল্লেখযোগ্য
⦿ আমাদের কোনো ট্যুরেই কোন হিডেন চার্জ নেই।
⦿ গ্রিন বেল্টের বিভিন্ন ট্যুর শেষে ট্রাভেলারদের ফিডব্যাক জানতে ও ট্যুরের ছবি দেখতে জয়েন করতে পারেন উন্মুক্ত ট্রাভেল আড্ডার গ্রুপ Green Belt The Travelers‘এ। আরো বিস্তারিত জানতে লাইক দিন আমাদের ফেসবুক পেজ গ্রিন বেল্ট – Green Belt ‘এ।

❑ আমাদের অভিজ্ঞতা : ২০১৬ সালে গ্রিন বেল্ট ট্যুরিজম যাত্রা শুরু করে। এরপর গত ৬ বছরে গ্রিন বেল্ট সাফল্যের সাথে পরিচালনা করেছে ১০০০ এর বেশি ট্যুর। এর মধ্যে সিলেট ট্যুর প্যাকেজ বাদেও সাজেক ভ্যালি, কক্সবাজার, সেইন্টমার্টিন, রাঙ্গামাটি, সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর, বান্দরবান সহ অনেকগুলো ডেস্টিনেশন রয়েছে। দেশের বাইরে মূলত সিকিম, দার্জিলিং, মেঘালয়, ভূটান ও কাশ্মীর ট্যুর পরিচালনা করে গ্রিন বেল্ট। প্রাতিষ্ঠানিক ভাবে বাংলাদেশ সচিবালয়ের বিভিন্ন মাননীয় সচিব থেকে শুরু করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, টেকনোভিস্তা, ড্রাগ ইন্টারন্যাশনাল, কোকাকোলা (আব্দুল মোনেম লিঃ), রক্সি পেইন্ট, ডাচ বাংলা, মার্কেন্টাইল ব্যাংক, সিটি ব্যাংক, সহ ১২ টি ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চ, পঙ্গু হাসপাতালের ডাক্তারগন, ঢাকা মেডিকেল, আসগর আলী মেডিক্যাল সহ বিভিন্ন মেডিকেলের ডাক্তারগণ আমাদের কর্পোরেট ট্যুর সার্ভিস নিয়েছেন।

নূন্যতম ৭ জন হলে যেকোনোদিন আমরা কাস্টমাইজ ট্যুর এরেঞ্জ করে থাকি। এছাড়া আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট ট্যুর আয়োজনের জন্য ভরসা করতে পারেন আমাদের দক্ষ টিমের উপর! আপনার স্বপ্নগুলো স্মৃতি হোক!

বুকিং মানি জমা দেওয়ার পদ্ধতি
১. সরাসরি অফিসে এসে বুকিং মানি জমা দেয়া যাবে।
শাহ-আলী প্লাজা, ১৪ তলা, মিরপুর ১০ নাম্বার সার্কেল।

২. বিকাশ ও ডাচ বাংলা ব্যাংকের রকেট করা যাবে।
৩. ব্যাংক ডিপোজিট করে বুকিং করা যাবে।

যোগাযোগ :

0186 9649 817
0188 6363 232
0181 0137 002
0188 4710 723

কাশ্মীর ভ্রমণ

বিদেশ ভ্রমনে চমৎকার অভিজ্ঞতা পেতে সবচেয়ে সহায়ক হচ্ছে সঠিক ট্যুর প্ল্যান এবং সেখানকার লোকাল সাপোর্ট। আর এই দুটি ক্ষেত্রেই নিজেদেরকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে দেশের সবচেয়ে ফিমেইল ফ্রেন্ডলি ট্যুর অর্গানাইজার  গ্রিন বেল্ট। ধার করা ট্যুর প্ল্যান নয় বরং নিজস্ব অভিজ্ঞতা আর দক্ষতার সমন্বয়ে আমাদের টিম প্রস্তুত আপনাকে আথিতেয়তার পুরোটুকু দিতে। দেশে অনেকগুলো প্রতিষ্ঠান কাশ্মীর ট্যুর প্যাকেজ অফার করছে।  Green Belt এর বিশেষত্ব হলো- গ্রিন বেল্ট মূলত কাজ করে ফ্যামিলি ট্যুর নিয়ে। নারীদের সুবিধা অসুবিধা বিবেচনায় রেখেই আমরা ট্যুর আয়োজন করে থাকি। কর্পোরেট ট্যুরের ক্ষেত্রেও দেশের শীর্ষস্থানীয় মাল্টিন্যাশনাল হাউজগুলো ভরসা রেখেছে আমাদের উপর।

গন্তব্য: কাশ্মীর ভ্রমণ

❑ যাত্রার তারিখঃ
নূন্যতম ২ জন হলে যেকোন দিন প্রাইভেট ট্যুর এরেঞ্জ করা যাবে।

❑ ভ্রমণ খরচ (প্রাইভেট ট্যুর)
জনপ্রতি  ৩০০০০ টাকা (শেয়ারিং/ফ্যামিলি রুম)

উক্ত খরচ এর সাথে এয়ার টিকিট এর খরচ যুক্ত হবে। কলকাতা – শ্রীনগর – কলকাতা এয়ার টিকিট জনপ্রতি সম্ভাব্য ২১ হাজার টাকা। খুব কাছাকাছি সময়ে বুকিং করলে এয়ার টিকিটের খরচ বেড়ে যেতে পারে।

ভ্রমণের স্থান সমুহ
⦿ শ্রীনগর ⦿ গুলমার্গ ⦿ সোনমার্গ ⦿ পেহেলগ্রাম ⦿ চন্দনওয়ারি ⦿ বেতাব ভ্যালি ⦿ আরু ভ্যালি ⦿ ডাল লেক ⦿ লিডার নদী ⦿ মুঘল গার্ডেন ⦿ হাউজবোটে রাত্রি যাপন

কাশ্মীর ভ্রমণের সম্ভাব্য বর্ণনা

গ্রিন বেল্ট এর কাশ্মীর ট্যুর শুরু হয় শ্রীনগর এয়ারপোর্ট থেকে। শ্রীনগর পর্যন্ত যাওয়ার এয়ার টিকিট আমরাই করে দিবো।

১ম দিন শ্রীনগর এয়ারপোর্ট থেকে সরাসরি হোটেলে চলে যাবো। রাতে শ্রীনগর অবস্থান। এদিন পুরো বিকেলটা নিজেদের মতো আশেপাশে ঘোরাঘুরি করে কাটিয়ে দিবো। ২য় দিন আমাদের ভ্রমণ গন্তব্যে থাকবে কাশ্মীরের অন্যতম আকর্ষণ গুলমার্গ। সারাদিন বরফের রাজ্য গুলমার্গে কাটিয়ে রাতে শ্রীনগর ফিরে আসবো।

৩য় দিন ব্রেকফাস্টের পর চলে যাবো সোনমার্গ এর উদ্দেশ্যে। রাতে শ্রীনগর আবস্থান। ৪র্থ দিন আমাদের ভ্রমণ গন্তব্যে থাকবে পেহেলগ্রাম। এদিন পেহেলগ্রামে সাইটসিইংয়ের মধ্যে থাকবে বেতাব ভ্যালি, আরু ভ্যালি, চন্দনওয়ারি ও লিডার নদী। সারাদিন ঘুরে রাতে পেহেলগ্রামেই অবস্থান করবো। ৫ম দিন পেহেলগ্রাম থেকে শ্রীনগর চলে আসবো। এদিন সারাদিন শ্রীনগর সিটি সাইটসিইং হবে। দর্শনীয় স্থানের মধ্যে থাকবে মুঘল গার্ডেন, পরি মহল, সিকারায় চড়ে বিখ্যাত ডাল লেকে ঘোরা, শঙ্করাচার্য মন্দিরের চূড়া থেকে বার্ডস আই ভিউতে শ্রীনগর দেখা ইত্যাদি।

৬ষ্ঠ দিন শ্রীনগর থেকে ফ্লাইটে কলকাতা অথবা ঢাকায় ফিরে আসবো।

কনফার্ম করার ডেডলাইন: আগে থেকে ট্রিপ বুক করলে এয়ার টিকিট নির্দিষ্ট দামে পাওয়া যাবে। কাছাকাছি সময়ে বুকিং করলে এয়ার টিকিটের দাম কয়েক হাজার টাকা বেশিও হতে পারে।

❑ কনফার্ম করার জন্য  ভ্রমণ খরচ এর ৫০ ভাগ টাকা কনফার্মেশন মানি হিসেবে জমা দিতে হবে।

❑ চাইল্ড পলিসিঃ ০ থেকে ৩ বছরের শিশুদের জন্য ফ্রি এবং ৩+ থেকে ৮ বছরের শিশুদের জন্য আলোচনা সাপেক্ষে চার্জ প্রযোজ্য হবে। এয়ার টিকিটের ক্ষেত্রে এয়ারলাইন্স এর পলিসি অনুসরণ করা হবে।

কাশ্মীর ট্যুর প্যাকেজে যা যা থাকছে

⦿ কাশ্মীরে অবস্থানকালীন প্রতিদিনের ব্রেকফাস্ট ও ডিনার।
⦿ সকল প্রকার হোটেল ট্যাক্স ও পার্কিং চার্জ।
⦿ ভিসা প্রসেসিং

❑ যা থাকছেনা
⦿ ভিসা ফি
⦿ ট্রাভেল ট্যাক্স
⦿ উপরে উল্লেখ করা হয়নি এমন কোনো খরচ
⦿ ক্যাবল কার কিংবা ঘোড়ায় চড়ার খরচ।

কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবে

⦿ ইন্ডিয়ার যেকোনো পোর্ট দিয়ে ভিসা হলেই হবে।

⦿ যদি ভিসা না থাকে তবে ভিসা প্রসেসিং আমরা করে দিবো। এর জন্য বাড়তি সার্ভিস চার্জ দিতে হবেনা।

⦿ শুধুমাত্র ফ্যামিলি ট্যুরিজম নিয়ে কাজ করা গ্রিন বেল্ট বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান।

⦿ গ্রিন বেল্ট এর কোন ট্যুরে কোন হিডেন চার্জ নেই।

⦿ আগে বুকিং কনফার্ম করলে এয়ার টিকিটের ক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে।

⦿ আমাদের বিভিন্ন ট্যুর শেষে ট্রাভেলারদের ফিডব্যাক জানতে ও ট্যুরের ছবি দেখতে জয়েন করতে পারেন উন্মুক্ত ট্রাভেল আড্ডার গ্রুপ Green Belt The Travelers‘এ।

আমাদের অভিজ্ঞতা : ট্যুরিজম ব্র্যান্ড হিসেবে ২০১৬ সালে গ্রিন বেল্ট যাত্রা শুরু করে। তারপর গত ৭ বছরে গ্রিন বেল্ট সাফল্যের সাথে পরিচালনা করেছে ১৫০০ এরও বেশি ট্যুর। দেশের বাইরের ট্যুরগুলোর মধ্যে ভারত ও ভূটানে ট্যুর পরিচালনায় গ্রিন বেল্ট এর দক্ষতা সর্বাধিক। ভারতে কাশ্মীর ট্যুর প্যাকেজ বাদেও দার্জিলিং, মেঘালয় ও সিকিম ট্যুর রয়েছে আমাদের। দেশের ভিতরে রয়েছে সাজেক ভ্যালি, কক্সবাজার, সেইন্টমার্টিন, বান্দরবান, রাঙ্গামাটি, সুন্দরবন, সিলেট সহ অনেকগুলো ডেস্টিনেশন। প্রাতিষ্ঠানিক ভাবে বাংলাদেশ সচিবালয়ের বিভিন্ন মাননীয় সচিব থেকে শুরু করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, টেকনোভিস্তা, ড্রাগ ইন্টারন্যাশনাল, কোকাকোলা (আব্দুল মোনেম লিঃ), রক্সি পেইন্ট, ডাচ বাংলা, মার্কেন্টাইল ব্যাংক, সিটি ব্যাংক সহ ৮ টি ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চ, পঙ্গু হাসপাতালের ডাক্তারগন, ঢাকা মেডিকেল, আসগর আলী মেডিক্যাল সহ বিভিন্ন মেডিকেলের ডাক্তারগণ আমাদের কর্পোরেট ট্যুর সার্ভিস নিয়েছেন। রেগুলার ট্যুর বাদেও নূন্যতম ৪ জন হলে যেকোনোদিন আমরা কাস্টমাইজ ট্যুর এরেঞ্জ করে থাকি। আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট ট্যুর আয়োজনের জন্য ভরসা করতে পারেন আমাদের দক্ষ টিমের উপর! আপনার স্বপ্নগুলো স্মৃতি হোক!

বুকিং মানি জমা দেওয়ার পদ্ধতি

** সরাসরি অফিসে এসে বুকিং মানি জমা দেয়া যাবে।
(শাহ-আলী প্লাজা, ১৪তম তলা, মিরপুর ১০ নাম্বার গোল চত্ত্বর।)

** বিকাশ ও ডাচ বাংলা ব্যাংকের রকেট করা যাবে।

** ব্যাংক ডিপোজিট করে বুকিং করা যাবে।

**যোগাযোগ :
01869-649817
01886-363232
01810-137002

ভারতে গ্রিন বেল্ট এর অন্যান্য ট্যুর

দার্জিলিং ট্যুর প্যাকেজ
সিকিম ট্যুর প্যাকেজ
সিকিম ও দার্জিলিং কম্বাইন্ড ট্যুর
মেঘালয় ট্যুর প্যাকেজ

Exit mobile version