নাফাখুম জলপ্রপাত

নাফাখুম

নাফাখুম জলপ্রপাত (Nafakhum Waterfall) এর অবস্থান বান্দরবানের সর্বদক্ষিণের উপজেলা থানচির রেমাক্রি ইউনিয়নে। আয়তন ও পানিপ্রবাহের দিক থেকে এটি বাংলাদেশের অন্যতম বড় জলপ্রপাত। ঝর্ণাটি বাংলার নায়াগ্রা নামে পরিচিত। রেমাক্রি অঞ্চলটি মূলত মারমা অধ্যুষিত। মারমা ভাষায় খুম মানে জলপ্রপাত। রেমাক্রি খালের পানি পাথুরেপথে নামতে গিয়ে চমৎকার এই জলপ্রপাতের সৃষ্টি করেছে। সবুজপাহাড় – বন – পাথুরে ভূমির মাঝখানে এটি স্বপ্নময় অসাধারণ একটি স্থান। নিজের চোখে দেখা ছাড়া এর বর্ণনা পড়ে কিছুই অনুধাবন করা যাবেনা। তাই এডভেঞ্চারপ্রেমীরা প্রকৃতির টানে নাফাখুম ভ্রমণ এর উদ্দেশ্যে ছুটে আসেন।

কিভাবে যাবেন নাফাখুম জলপ্রপাত

নাফাখুম যেতে হলে প্রথমে বান্দরবান যেতে হবে। ঢাকা থেকে এসি, নন এসি সব ধরণের বাসই বান্দরবান যায়। নন এসির মধ্যে শ্যামলী, সৌদিয়া, ইউনিক, ডলফিন, সেন্টমার্টিন, এস আলম ইত্যাদি পরিবহনের বাস পাবেন। ভাড়া ৫৮০ থেকে ৬২০ টাকা। এসি বাসের ভাড়া ১২০০ থেকে ১৫০০ টাকার মধ্যে।

এছাড়া চট্টগ্রাম থেকে যেতে হলে প্রথমে বহদ্দারহাট যেতে হবে। ওখান থেকে ৩০ মিনিট পরপর ‘পূর্বাণী’ ও ‘পূরবী’ নামে দুটি পরিবহনের বাস ছাড়ে। ভাড়া ২২০ টাকা।

বান্দরবান থেকে থানচি

বান্দরবান পৌছানোর পর আপনাকে যেতে হবে ৮২ কিঃমিঃ দূরের উপজেলা থানচিতে। বাসে অথবা রিজার্ভ জিপে দুইভাবে থানচি যাওয়া যায়। জিপে গেলে ভাড়া পড়বে ৫৫০০ থেকে ৬০০০ টাকা। আসা যাওয়া ১২০০০ টাকা। এক জিপে ১২/১৩ জন বসা যায়। জিপে সময় লাগে সাড়ে ৩ ঘন্টা।

বাসে না যেতে চাইলে থানচি বাস স্ট্যান্ড থেকে লোকাল বাস পাবেন। ভাড়া ২০০ টাকা। এক ঘন্টা পরপর বাস ছাড়ে। লাস্ট বাস দুপুর ১টা থেকে ২টার মধ্যে ছেড়ে যায়। বাসে যেতে সময় লাগবে সাড়ে ৪ থেকে ৫ ঘন্টা। যাত্রাপথে পড়বে মিলনছড়ি, চিম্বুক পাহাড় ও নীলগিরি।

থানচি থেকে রেমাক্রি

থানচি পৌছানোর পর আপনার প্রথম কাজ হবে গাইড ঠিক করা। গাইড সমিতির অফিস আছে, আপনি যে কাউকে বললেই দেখিয়ে দিবে। সমিতির অফিস ফি ১০০ টাকা, এবং গাইড ফি ২৫০০ থেকে ৩০০০ টাকা।

এরপর সাদাকাগজে আপনার টিমের সব টুরিষ্টদের নাম, ঠিকানা, পিতার নাম, ফোন নাম্বার, মাঝির নাম, গাইডের নামও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ইত্যাদি জমা দিয়ে নাফাখুম জলপ্রপাত যাওয়ার অনুমতি নিতে হবে। আপনার হয়ে গাইডই কাজগুলো করে দিবে।

রেমাক্রি যেহেতু নৌপথে যেতে হবে, তাই আপনাকে নৌকা নিতে হবে। আপডাউন নৌকা ভাড়া পড়বে ৪০০০ থেকে ৫০০০ টাকা। এক নৌকায় ৪ থেকে ৫ জন বসা যায়। থানচি থেকে রেমাক্রি পর্যন্ত যেতে নোকায় সময় লাগবে ২.৫ থেকে ৩ ঘন্টার মতো। শুকনো মৌসুমে সাঙ্গু ( শঙ্খ ) নদীতে পানি কম থাকে বলে কয়েক জায়য়ায় আপনাকে নৌকা থেকে নামতে হতে পারে। যাত্রাপথে সাঙ্গু নদীর অপার সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে। যাওয়ার পথেই পরবে পদ্মমুখ ঝিরি, ভূ-স্বর্গ খ্যাত তিন্দু, রাজাপাথর বড়পাথর এলাকা ও রেমাক্রি ফলস।

একটা বিষয় বিশেষভাবে মনে রাখতে হবে দুপুর ৩ টার পর ঘাট থেকে কোনো নৌকা রেমাক্রির উদ্দেশ্যে ছাড়ার পারমিশন পাওয়া যাবেনা। অর্থাৎ আপনাকে দিনে দিনে রেমাক্রি পৌঁছাতে চাইলে দুপুর ২টার মধ্যে থানচি থাকতে হবে। অন্যথায় ট্যুর শেষ করতে ১ দিন বেশি সময় লাগবে।

রেমাক্রি থেকে নাফাখুম জলপ্রপাত

বান্দরবান থেকে সকালে রওনা দিলে রেমাক্রী পৌঁছাতে বিকাল হয়ে যায়। ঐদিন আর নাফাখুম জলপ্রপাত যাওয়া যায়না। সবাই সাধারণত পরদিন ভোরে নাফাখুমের উদ্দেশ্যে রওনা দেয়। রেমাক্রি থেকে নাফাখুম হেঁটে যেতে ২ থেকে ৩ ঘন্টা লাগে। কত সময় লাগবে তা মূলত নির্ভর করে আপনার টিমে যিনি সবচেয়ে আস্তে হাঁটেন তার হাঁটার গতির উপর।

বর্ষায় রেমাক্রী খালের পানি বেশি থাকে। এমনকি কোথাও কোমর সমান বা তার বেশি পানি থাকতে পারে। এসব জায়গায় পার হতে আপনার গাইডই আপনাকে সহায়তা করবে। আপনি চারপাশের সৌন্দর্য উপভোগ করতে করতেই একসময় নাফাখুমের গর্জন শুনতে পাবেন!

নাফাখুম ভ্রমনে রাতে কোথায় থাকবেন

থানচিতে থাকার জন্য একটি সরকারী রেষ্ট হাউজ আছে। রুম ভাড়া ১৫০০ থেকে ৩০০০ টাকা। কিন্তু থানচিতে রাতে না থাকাটাই উত্তম, অযথা টাকা ও সময় নষ্ট। সময় বাঁচাতে চাইলে রেমাক্রিতে থাকাই ভালো। এখানে আদিবাসীদের ঘর ও তাদের ছোট কটেজ আছে। জনপ্রতি থাকার খরচ পড়বে ১৫০ থেকে ২০০ টাকা।

খাবেন কোথায়

থানচি বাজারে মোটামোটি মানের কয়েকটা হোটেল আছে। এর যে কোনোটাতে খেতে পারেন। আর রেমাক্রিতে খাওয়ার ব্যাবস্থা হয় আদিবাসীদের বাড়িতে/ দোকানে। খেতে চাইলে আগে থেকে বলে রাখতে হবে। খাবার সাধারণত প্যাকেজ সিস্টেমে বিক্রি করে। প্রতিবেলা খাবার খরচ পড়বে ১২০ থেকে ১৮০ টাকার মধ্যে।

নাফাখুম ট্যুর প্ল্যান কিভাবে সাজাবেন

যেখান থেকেই রওনা করেন সকাল বেলাতেই বান্দরবান থাকার চেষ্টা করবেন। এরপর সময় নষ্ট না করে বাস অথবা জিপে থানচিতে চলে যান। থানচিতে আপনার প্রয়োজনীয় কাজ সেরে নৌকায় রেমাক্রিতে চলে আসুন বিকেলের মধ্যে। রাতটা রেমাক্রিতে কাটিয়ে দিন। পরদিন সকালে রেমক্রি থেকে নাফাখুম জলপ্রপাত এর উদ্দেশ্যে রওনা করলে দুপুরের মধ্যে ঘুরে আসতে পারবেন। এরপর সময় নষ্ট না করে নৌকায় করে আবার থানচির উদ্দেশ্যে রওনা করুন। তারপর বাসে অথবা জিপে সন্ধ্যার মধ্যে বান্দরবান শহরে ফিরে আসুন। এদিন রাতে চাইলে বান্দরবান থাকতে পারেন, অথবা রাতের বাসে ঢাকা বা আপনার গন্তব্যে ফিরতে পারবেন।

নাফাখুম জলপ্রপাত ভ্রমণের সময়

সারা বছরই নাফাখুমে পর্যাপ্ত পানি থাকে। তাই এডভেঞ্চারপ্রিয় মানুষজন বছরজুড়ে ছুটে যায় নাফাখুম ভ্রমণ এর উদ্দেশ্যে। বর্ষায় বেশিরভাগ সময় নাফাখুমের পানি বিপদসীমার বেশি থাকে বলে এই সময় নাফাখুম ভ্রমণের অনুমতি দেয়না স্থানীয় প্রশাসন। আবার শীতের শেষ থেকে গ্রীষ্মের শুরু পর্যন্ত (January to April) পানি অনেক কম থাকে বলে অনেকে এই সময়টায় যেতে পছন্দ করেন না। মোটের উপর বলা যায় বর্ষার শেষ থেকে শীতের শুরু পর্যন্ত নাফাখুম ভ্রমণের সবচেয়ে সেরা সময়। অর্থাৎ সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত। তবে যে মৌসুমেই যাননা কেন- নাফাখুম ভ্রমন আপনার জীবনে উল্লেখযোগ্য স্মৃতি হিসেবে থেকে যাবে আজীবন।

কম খরচে নাফাখুম ভ্রমণ

নাফাখুম ভ্রমণ খরচ মূলত বেশি হয় যাতায়ত খরচের কারণে। কিছু বিষয় খেয়াল রাখলে আপনি খরচ কমাতে পারবেন। যেহেতু এক জিপে সর্বোচ্চ ১৩ জন বসতে পারে, এবং এক নৌকাতে গাইড সহ ৫ জন বসতে পারে, তাই খরচ কমাতে চাইলে টিমের সদস্যসংখ্যর দিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ আপনার টিমের সদস্য সংখ্যা হতে হবে ৪, ৯ বা ১৩ জন।

উল্লেখযোগ্য খরচ সমূহ

ঢাকা থেকে বাস ভাড়া ৬২০ X ২ = ১২০০ (জনপ্রতি)
খাবার খরচ প্রতিবেলা গড়ে ১৫০ টাকা (জনপ্রতি)
বান্দবান থেকে থানচি আসা যাওয়া বাস ভাড়া ২০০ X ২ = ৪০০ টাকা
জিপে গেলে আসা যাওয়া ১২০০০ টাকা (টিমের সবার মধ্যে ভাগ হবে।)
নাফাখুম ভ্রমনে গাইড ফি ৩০০০ টাকা (টিমের সবার মধ্যে ভাগ হবে।)
নৌকা ভাড়া ৪৫০০ টাকা (এক নৌকায় গাইড সহ সর্বোচ্চ ৫ জনের পারমিশন। )
নাফাখুমে থাকার খরচ ১৫০ টাকা। (জনপ্রতি)

নাফাখুম ভ্রমণ টিপস এবং সতর্কতা

⦿নাফাখুম জলপ্রপাত ভ্রমণে জাতীয় পরিচয় সাথে রাখুন।
⦿খরচ কমাতে চাইলে দলগতভাবে ভ্রমণ করুন।
⦿ট্রেকিং এর জন্য প্লাস্টিক অথবা রাবারের স্যন্ডেল ব্যবহার করুন।
⦿পানির বোতল, শুকনো খাবার, টর্চ লাইট, স্যাভলন, প্রয়োজনীয় ওষুধ এবং ফার্স্ট এইড সাথে রাখুন।
⦿বর্ষায় নাফাখুম জলপ্রপাত গেলে রেমাক্রি খাল পার হওয়ার জন্য দড়ি লাগবে। নিজেরা নিলে ভালো, অন্যথায় গাইডের কাছেও পাওয়া যাবে।
⦿ বর্ষায় লাইফ জ্যাকেট মাস্ট লাগবে।
⦿থানচির পর বিদ্যুত ও মোবাইল নেটওয়ার্ক নেই। ডিভাইস চার্জ দেওয়ার জন্য পাওয়ার ব্যাংক সাথে রাখুন।
⦿থানচির পর পান করার জন্য ঝিরির পানিই একমাত্র উৎস।
⦿একা একা কোথাও যাবেন না, পাহাড়ে পথ হারালে খুঁজে পাওয়া মুশকিল। দলবদ্ধ ভাবে থাকুন।
⦿সময়ের দিকে খেয়াল রাখুন। পাশেরজনকে সহায়তা করুন।
⦿নাফাখুম জলপ্রপাত অনেক গভীর এবং নিচে বড়বড় পাথর ছড়ানো ছিটানো আছে। কোনোভাবেই উপর থেকে জলপ্রপাতে লাফ দিবেন না।
⦿পরিবেশ নষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকুন। প্লাস্টিক সহ কোনোপ্রকার অপচনশীল বস্তু পাহাড় ঝর্না ঝিরিতে ফেলবেন না।

নাফাখুম জলপ্রপাত ভ্রমণে দেখতে আরো পাবেন

চিম্বুক, নীলগিরি, সাঙ্গু নদী, থানচি, তিন্দু, রাজাপাথর বা বড়পাথর, পদ্মমুখ ঝিরি, রেমাক্রি পাড়া ও রেমাক্রি ফলস। আশেপাশে বান্দরবানের দর্শনীয় স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো বগালেক, অমিয়খুম, কেওক্রাডং, স্বর্ণমন্দির দেবতাকুম, নীলাচল ইত্যাদি।

আরো দেখুন

Exit mobile version