শিমুল বাগান

শিমুল বাগান

শিমুল বাগান (Shimul Bagan) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর তীরে মানিগাঁও গ্রামে অবস্থিত। ২০০৩ সালে স্থানীয় জয়নাল আবেদিন নামে এক শৌখিন ব্যবসায়ী এই বাগান গড়ে তোলেন। পুরো বাগানের আয়তন একশ বিঘার বেশি। এখানে শিমুল গাছ আছে ৩ হাজার এর মতো। ফাল্গুনে যখন রক্তরাঙা শিমুল ফুল ফোটে তখন দেখে মনে হয় বাগানে আগুন ধরে গেছে। পাশের মেঘালয়ের পাহাড় – বারিক্কা টিলা আর যাদুকাটা নদীর পাড়ের এই বাগানে একটা বিকেল অনায়াসেই কাটিয়ে দিতে পারবেন। সেখান থেকে চাইলে যেতে পারবেন কাছাকাছি নীলাদ্রি লেক ও টেকেরঘাটে।

কিভাবে যাবেন

শিমুল বাগান আসতে হলে আপনাকে প্রথমে দেশের যেকোনো প্রান্ত থেকে সুনামগঞ্জ আসতে হবে। ঢাকার সায়েদাবাদ, মহাখালী ও ফকিরাপুল থেকে প্রতিদিন মামুন পরিবহন, এনা পরিবহন ও শ্যামলী পরিবহনের বাস সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। বাস ভাড়া জনপ্রতি ৫৫০ টাকা। যেতে সময় লাগে প্রায় ৬ ঘন্টা। সুনামগঞ্জ নেমে সুরমা ব্রিজের উপর থেকে বারিক্কা টিলা যাওয়ার সিএনজি ও মোটর সাইকেল ভাড়ায় পাবেন। এক মোটর সাইকেলে দুইজন বসা যায়। মোটর সাইকেল ভাড়া নিবে ৩০০ থেকে ৪৫০ টাকা। যেতে সময় লাগবে দেড় ঘন্টার মতো। বারিক্কা টিলায় নেমে যে কাউকে জিজ্ঞেস করলেই শিমুল বাগান দেখিয়ে দিবে।
 
সিলেট থেকে সুনামগঞ্জ: যারা সিলেট থেকে সুনামগঞ্জ যেতে চান, তারা সিলেটের কুমারগাঁও বাসস্ট্যান্ড থেকে সুনামগঞ্জ যেতে পারবেন। কুমারগাঁও থেকে লোকাল ও সিটিং দুই ধরণের বাসই পাওয়া যায়। সিলেট থেকে সুনামগঞ্জ এর সিটিং বাসে ভাড়া ১০০ টাকা। যেতে সময় লাগে ২ ঘন্টার মতো।

কখন যাবেন শিমুল বাগান

শিমুল বাগান যাওয়ার সময় মূলত দুইটি। রক্তরাঙা শিমুল ফুল দেখতে চাইলে আপনাকে ফাল্গুন মাসে যেতে হবে। শিমুল ফুল গাছে থাকে মাত্র ১৫/২০ দিন। এর পর ঝরে যায়। তাই ফেব্রুয়ারির ১০ তারিখ থেকে ফেব্রুয়ারির ২৫ তারিখের মধ্যে যেতে হবে। অনেকেই নির্দিষ্ট সময়ে শিমুল বাগানে না যেতে পেরে বাগানের ফুল দেখতে পায়না।
 
আর বর্ষায় গেলে ঘন সবুজ শিমুল বাগান দেখে আসতে পারবেন। তখন টাঙ্গুয়ার হাওর পানিতে ভরপুর থাকে। তাই একসাথে নৌকায় টাঙ্গুয়া হাওর ভ্রমণ করে আসতে পারবেন।

কোথায় থাকবেন

শিমুল বাগান এর আশেপাশে থাকার জন্য ভালো হোটেল নেই। বড়ছড়া বাজারে কয়েকটি গেস্ট হাউজ ও তাহিরপুর বাজারে দুইটি হোটেল রয়েছে। শুকনো মৌসুমে গেলে রাতে সুনামগঞ্জ থাকাই ভালো। আর বর্ষাকালে গেলে নৌকায় থাকা যাবে।
 
শিমুল বাগানের কাছাকাছি দর্শনীয় স্থান সম্পর্কে পড়তে পারেন-
 
 

কোথায় খাবেন

কাছাকাছি বারিক্কা টিলার পাশে ছোট বাজার আছে। ওখানে খেতে পারবেন। এছাড়া টেকেরঘাট বাজার, বড়ছড়া বাজার বা তাহিরপুর বাজারে আপনি মোটামোটি মানের খাবারের দোকান পেয়ে যাবেন। তবে ভালো রেস্টুরেন্টে এর জন্য সুনামগঞ্জ শহরে আসতে হবে। আর বর্ষায় নৌকা ভাড়া নিলে নৌকায় রান্নার ব্যবস্থা থাকে। সেক্ষেত্রে বোটে উঠার আগে বাজার করে উঠতে হবে।
আরো পড়ুন
error: Content is protected !!
Exit mobile version