Solo Traveler

সলো ট্রাভেল বা একা ভ্রমণ এর টিপস

সলো ট্রাভেলিং বা একা ভ্রমণ সারা পৃথিবীতে খুবই জনপ্রিয়। একা ভ্রমণের ক্ষেত্রে সবসময় কিছু নিয়ম কানুন মেনে চলা উচিত। বন্ধুর সাথে পথে বেড়িয়ে পড়তে মন্দ লাগে না। কিন্তু জীবনে কোন না কোন সময় আসে যখন পথে একলা চলতে হয়। একা ভ্রমণ করার কথা শুনলে অনেকের শরীর ঠাণ্ডা হয়ে ওঠে! অথচ একা ভ্রমণের আনন্দটা আলাদা এবং বেশ মজার! যদিও এটা নির্ভর করে আপনি কীভাবে এবং কোথায় ভ্রমণে যাচ্ছেন। তবে একা ভ্রমণ বা সলো ট্রাভেল হলো পৃথিবী দেখার সবচেয়ে মুক্ত এবং ফলপ্রসূ পথ। এবং অবশ্যই সত্যিকার এ্যাডভেঞ্চার করতে একাকী ভ্রমণের জুড়ি নেই। তাই ব্যাকপ্যাক নিয়ে বের হবার আগে আপনাকে জেনে নিন একা ভ্রমণ এর কিছু টিপস।

কেন একা ভ্রমণ করবেন?

একা ভ্রমণে সাহস ও আত্মবিশ্বাসই সবচেয়ে বেশি দরকার। সাহস করে একবার বেরিয়ে পরলে নিজের প্রতি এমনিই বিশ্বাস বেড়ে যাবে বহুগুণ। আমাদের দেশে সাধারণত কোথাও একা যাওয়ার ক্ষেত্রে বেশ নিরুৎসাহিত করা হয়। তাই একবার মনস্থির করে ফেললে সলো ট্রাভেলিং নিয়ে আশেপাশের নেতিবাচক মন্তব্যকে পাত্তা দিবেন না। একাকী ভ্রমণে আপনি যখন ইচ্ছা তখন বিশ্রাম নেয়া থেকে শুরু করে কোথায় কতক্ষণ সময় নিয়ে ভ্রমণ করবেন, কোথায় খাবেন, কি খাবেন, কোথায় থাকবেন, কখন যাবেন ইত্যাদি সিধান্ত গুলো খুব সহজেই নিজের নিতে পারবেন ইচ্ছেমতো।

আরেকটি সুবিধা হল যে আপনার ভুলগুলি শুধুমাত্র আপনার। এর জন্য আপনাকে কারও কাছে কৈফিয়ত বা জবাবদিহি করতে হবে না। শহর থেকে গ্রাম যে স্থানেই ভ্রমণে যান না কেন, কোথায় থেকে শুরু করে কোথায় গিয়ে শেষ করবেন এটার জন্য আপনাকে আপনার বন্ধু বা অন্য কারো কাছে জিজ্ঞেস করতে হবে না। নিজের ইচ্ছে মত ঘুরতে পারবেন। আপনার যখন যা ইচ্ছা তাই করতে পারবেন। একা ভ্রমণে আপনি নিজেই আপনার গাইড-কাউন্সিলর। নিজের বুদ্ধির উপর আস্থা রেখে সাহস নিয়ে যাত্রা শুরু করুন।

সলো ট্রাভেল এর বাজেট

কোথাও ঘুরতে যাওয়ার ক্ষেত্রে বাজেটের উপর ভ্রমণের অনেক বিষয়ই নির্ভর করে। আর বাজেটের একটা বড় অংশ চলে যায় আবাসিক হোটেলের পেছনে। কিন্তু একা ঘুরতে গেলে আবাসিক হোটেলে না থেকে নিজের সুবিধামতো হোস্টেল, বিএনবি, ব্যকপ্যাক হোস্টেল ব্যবহার করা যায়, ফলে হোটেলের খরচ অর্ধেক কমে যায়। তাই সলো ট্রাভেল এর ক্ষেত্রে হোস্টেল বা অনেক সময় স্থানীয় বাসিন্দাদের কাছে অর্থের বিনিময়ে থাকা ও খাওয়ার সুবিধা নেওয়া যায়। খাবার ক্ষেত্রেও দামী রেস্টুরেন্টে এড়িয়ে বাজেট রেস্টুরেন্ট বেছে নিতে পারেন।

খাওয়ার টিপস

অনেক ভ্রমণ কারি রয়েছেন যারা রাস্তার পাশের রেস্টুরেন্ট গুলোতে খেতে পছন্দ করেন। খাওয়ার পূর্বে অবশ্যই রেস্টুরেন্ট এর খাবার তালিকা এবং মূল্য দেখে নিবেন। খাওয়ার সময় অনেকেই মোবাইল ব্যাবহার করতে থাকেন, সেই সময় আপনার পাশে রাখা আপনার ট্রাভেল ব্যাগটি গায়েব হয়ে যেতে পারে। তাই, খাওয়া এবং মোবাইল ব্যাবহারের পাশাপাশি ব্যাগ এর দিকেও লক্ষ্য রাখুন। অনেকে রেস্টুরেন্টে ঢুকেই আগে মোবাইল চার্জ দেন এবং খাওয়া দাওয়া শেষে মোবাইল নিয়ে আসতে ভুলে যান। এটা মোটেও করা যাবে না। একেবারে প্রয়োজন ছাড়া রেস্টুরেন্টে মোবাইল চার্জ না দেয়াই ভালো। যে রেস্টুরেন্টে খেতে ঢুকছেন সেটার খাবারের মান ভালো কিনা যাচাই করে নিন। রেস্টুরেন্টে ঢুকে ফ্রেশ হওয়ার সময় ব্যাগ সাথে রাখুন অথবা রেস্টুরেন্ট ম্যানেজার এর কাছে রেখে যেতে পারেন। রেস্টুরেন্ট এর ওয়াশরুমে কতটুকু প্রাইভেসি রয়েছে সেটা লক্ষ্য রাখুন।

কাগজপত্র

দেশের বাইরে বেড়াতে গেলে পাসপোর্ট, ভিসার কাগজপত্র নিজের সাথে সাবধানে রাখুন। এছাড়াও পাসপোর্ট, ভিসা ও অন্যান্য জরুরী কাগজপত্রের কিছু ফটোকপি রাখতে ভুল করবেন না। পারলে ভিসা, পাসপোর্ট ও সর্বশেষ এন্ট্রি সিলের ছবি তুলে কাউকে না কাউকে পাঠিয়ে দিন, সুযোগ থাকলে ইন্টারনেট ব্যবহার করে নিজের লোকশন গুগলের মাধ্যমে আস্থাভাজন বন্ধু বা পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন। কাছের কারো সাথে যোগাযোগ রাখুন নিয়মিত। আপনি কোথায় আছেন, কি করছেন ইত্যাদি। চাইলে হোটেলের ঠিকানা, আপনার ফোন নম্বরও জানিয়ে রাখতে পারেন।

নিরাপত্তা

আপনাকেই আপনার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাতের বেলা অপরিচিত বা দূর কোন স্থানে যাওয়া থেকে বিরত থাকুন। সন্ধ্যার পর খুব বেশি বাইরে যেতে ইচ্ছে হলে যাবেন। কিন্তু  জনসমাগম বেশি এমন সব জায়গায় যেতে পারেন। এছাড়া দামী ডিভাইস বা গহনা সাথে রাখবেন না। যে কোন সময় আপনি যে কোন ছোট বা বড় দুর্ঘটনার শিকার হতে পারেন। আপনার ভ্রমণ সঙ্গী হিসেবে কয়জন আছেন সেই “সংখ্যা” কিন্তু গুরুত্বপূর্ণ নয়। একাকী ভ্রমণে নিরাপদ থাকার ভালো উপায় হলঃ ভ্রমণে নিজেকে পর্যটক হিসাবে নিজের দিকে মনোযোগ আকর্ষণ না করা। অর্থাৎ আপনার প্রতি সবার মনযোগ আকর্ষণের চেষ্টা না করে বরং উল্টোটা করুন।

কিছু ফ্ল্যাশ টিপস

  • বিমানবন্দর থেকে আপনার হোটেল বা শহরের কেন্দ্রে যেতে কতসময় লাগে এবং কত খরচ হতে পারে তা আগেই জেনে রাখুন।
  • একা ভ্রমণে কোথাও যাত্রার পূর্বে বাস, রিক্সা, সিএনজি, অটো রিক্সা বা ট্যাক্সির ভাড়া কত ড্রাইভারকে জিজ্ঞেস করে ঠিক করে নিন।
  • হোটেল বুক করার পূর্বে হোটেল সম্পর্কে ভালো করে জেনে নিন। হোটেল রিভিও, হোটেল এর মান ইত্যাদি সম্পর্কে যাচাই করে নিন। এগুলো আপনি ইন্টারনেট ঘেটেও জানতে পারবেন।
  • সর্বদা নিজের উপর আস্থা রাখুন। নিজের সিদ্ধান্ত অন্যের উপর ছেড়ে দিবেন না। কোন বিষয়ে আস্থা না পেলে সেটা পরিহার করুণ।
  • ভ্রমণে আপনার সঠিক পরিচয় দিন, এবং সব জায়গায় একই পরিচয় দেয়ার চেষ্টা করুণ। এটা আপনাকে অনেক বিপদ থেকে রক্ষা করবে।
  • রাতে প্রয়োজন ছাড়া বাইরে ঘোরাঘুরি বন্ধ করুন, পাবলিক প্লেসে থাকার চেষ্টা করুণ।
  • আপনার হাঁটাচলা এবং তাকানোর স্টাইল লোকাল মানুষের মত রাখার চেষ্টা করুণ। যাতে অন্য কেউ সন্দেহ না করতে পারে।
  • ভ্রমণে কোট-টাই, ফর্মাল ড্রেস পরিহার করে টিশার্ট বা খোলা জামাকাপড় পড়ার চেষ্টা করুণ।
  • চকচকে জামাকাপড় বা জুয়েলারী পড়ে নিজের দিকে অন্যেদের মনোযোগ আকর্ষণ করবেন না।
  • আপনি একা আছেন সেটা কাউকে ইচ্ছে করে বোঝানোর দরকার নাই।
  • “ভাই আমি এখানে নতুন এসেছি, ঐ লোকেশনে কীভাবে যাব?” এই টাইপের কথা বলা যাবে না।
  • ভ্রমণে কোথায় যাচ্ছেন এই বিষয়ে আপনার বন্ধু বা পরিবারের সদস্যের সাথে জানিয়ে যাবেন এবং ফোনে, ভিডিও চ্যাট বা ইমেলের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখার চেষ্টা করবেন।

মনে রাখতে হবে

দলবেঁধে ঘুরতে গেলে দলের সবার সময় জ্ঞান, শরীরের অবস্থা, খাবার দাবার, পছন্দ-অপছন্দ ইত্যাদি অনেক কিছুই ভ্রমণের উপর প্রভাব ফেলে। একা ভ্রমণে আপনি ইচ্ছে করলেই ছকে বাধা কাজের বাইরে গিয়ে রিলাক্সেশনের পাশাপাশি অনেক কিছু আত্মস্থ করতে পারবেন। যা ছক বাঁধা ভ্রমণে সম্ভব হয় না। সলো ট্রাভেল এর সেরা কারণগুলির মধ্যে একটি হল নতুন মানুষোদের সাথে সম্পর্ক হওয়া। কিন্তু আপনার ভুল সিদ্ধান্ত আপনাকে আরো বিপদে ফেলতে পারে। নতুন মানুষদের সাথে বন্ধুত্ব গড়ে উঠার আগে ভালোমতা তাকে খেয়াল করুন। তবে আস্তে আস্তে আপনি দক্ষ হয়ে উঠবেন। আপনি মানুষ চিনতে শিখবেন। আর সবকিছু টাকা দিয়ে সমাধান করার চেষ্টা করবেন না। আপনার মুখের কথা টাকার চেয়ে দামী। আন্তরিক ভাবে কথা বলে অনেক কিছু সমাধান করতে পারবেন। নিজের উপর সব সময় আস্থা রাখুন।

একা ভ্রমণ এবং সন্ন্যাস গ্রহণ এক জিনিস নয় – এটা মনে রাখা খুব জরুরী। যেখানেই যাবেন, পরিচয়পত্র সাথে রাখতে ভুলবেন না। কোনো বেআইনি কাজে সহায়তা করবেন না। জয়েন করতে পারেন গ্রিন বেল্ট ট্রাভেলার্সদের নিয়মিত আড্ডাস্থল Green Belt The Travelers এ।

আরো ট্রাভেল টিপস পড়ুন

Published by

greenbelt

We started organizing travel events to contribute in the expansion of education in Hill tracks. Later on Green Belt becomes a Brand in this arena. And becomes a tour planner company. Now a days, Green Belt regularly organizes tour both inbound & outbound. Ph-01869649817

Exit mobile version