মায়াদ্বীপ

ছবি: মায়াদ্বীপ

মায়াদ্বীপ

নারায়গঞ্জে মেঘনা নদীর মাঝখানে মায়াদ্বীপ এর অবস্থান। এটি মূলত মেঘনার বুকে জেগে উঠা ত্রিকোন আকৃতির একটি চর। ডে ট্যুরে একবেলা কাটানোর জন্য মায়াদ্বীপ চমৎকার একটি স্থান। সবুজ প্রকৃতি, সবজি ক্ষেত, বিশাল মেঘনা নদী আর নদী পাড়ের জনপদ। এই মধ্যেই কখন একটা বেলা কেটে যাবে আপনি খেয়ালই করবেন না। মায়াদ্বীপ খুব একটা বড় না। তবে সবুজ প্রকৃতি আর এখানকার মনোরম পরিবেশ আপনার ভালো লাগবে। নদীর বাতাস একটানা বইতে থাকে এখানে। সেই নির্মল বাতাসকে কিছুক্ষণের জন্য আপনার মনে হবে মাতাল হাওয়া! ঢাকার কাছে ডে ট্যুর দিতে চাইলে কোনো এক ছুটির দিনে মায়াদ্বীপ থেকে ঘুরে আসা যায়।

কিভাবে যাবেন মায়াদ্বীপ

ঢাকার গুলিস্তান থেকে সারাদিন নারায়ণগঞ্জের সোনারগাঁও এর বাস পাওয়া যায়। পাঁচ দশ মিনিট পরপরই বাস ছাড়ে। বাসে উঠে নামতে হবে সোনারগাঁও বা চৈতি গার্মেন্টস এর সামনে। তারপর সেখানে থেকে মোটর রিকশা বা ইজিবাইকে করে যেতে হবে বৈদ্যের বাজার। বৈদ্যের বাজার গিয়ে নৌকা ঘাট পাবেন। সেখান থেকে মায়াদ্বীপ যাওয়ার জন্য নৌকা পাওয়া যায়। মায়াদ্বীপ থেকে ঘুরে আসার জন্য নৌকা রিজার্ভ নিতে হবে। তিন চার ঘন্টার জন্য ভাড়া নিলে ঘন্টায় ভাড়া পড়বে ৪শ থেকে ৫শ টাকা। এক নৌকাতে ৭ থেকে ৮ জন বসতে পারবেন। যেতে সময় লাগবে ৪০ মিনিটের মতো। মেঘনার বুকে এই নৌভ্রমণ বেশ উপভোগ করতে পারবেন। স্থানীয়রা এই দ্বীপকে নুনেরটেক নামে চিনে। তাই মায়াদ্বীপ নামে কোনো মাঝি চিনতে না পারলে নুনেরটেক বলুন।

মায়াদ্বীপে কোনো ধরণের অবকাঠামো নেই। আপনি কোনো ধরণের ওয়াশরুম পাবেন না সেখানে। নারীদের ক্ষেত্রে বিষয়টি মাথায় রাখতে হবে। খুব জরুরী হলে স্থানীয়দের বাড়িতে গিয়ে ওয়াশরুম ব্যবহার করা যেতে পারে।

মায়াদ্বীপ ফেরার সময় ঘুরে আসতে পারেন। এটা বৈদ্যের বাজার থেকে মেইনরোডে আসার পথেই পড়বে। সকালটা মায়াদ্বীপে কাটিয়ে, দুপুরে বৈদ্যের বাজারে লাঞ্চ করে বিকেলটা পানাম নগরীতে কাটাতে পারেন। এরপর সন্ধ্যার মধ্যে বাসে উঠে বাড়ি ফিরতে পারেন। হাইওয়েতে জ্যামের বিষয়টি খেয়াল রাখতে হবে।

কোথায় খাবেন মায়াদ্বীপ

মায়াদ্বীপে খাওয়ার জন্য কোনো ধরণের খাবারের দোকান নাই। দুপুরে খাওয়ার জন্য আপনাকে বৈদ্যের বাজারে আসতে হবে। বৈদ্যের বাজারে অনেকগুলো খাবারের দোকান আছে। এগুলোর মধ্যে ঘাটের কাছেই সবুজ পাতা রেস্টুরেন্ট অন্যতম। এখানে আপনি ভাত মাছ সবজি ভর্তা ইত্যাদি পাবেন। দুপুরের খাওয়ার জন্য জনপ্রতি খরচ পড়বে ১২০ থেকে ১৮০ টাকা। মায়াদ্বীপ যাওয়ার সময় খাওয়ার পানি ও হালকা স্ন্যাকস কিনে নিয়ে যেতে পারেন বৈদ্যের বাজার থেকে।

কোথায় থাকবেন

ঢাকার কাছাকাছি হওয়াতে আপনি দিনে গিয়ে দিনেই মায়াদ্বীপ থেকে ফিরতে পারবেন। তাই রাতের বেলা সেখানে থাকার প্রয়োজন পড়বে না। তারপরও থাকতে চাইলে নারায়ণগঞ্জ এসে থাকতে হবে। নারায়ণগঞ্জ থাকার জন্য বিভিন্ন মানের হোটেল রিসোর্ট রয়েছে। এগুলোর মধ্যে সোনারগাঁ রয়েল রিসোর্ট উল্লেখযোগ্য।

ভ্রমণ টিপস ও সতর্কতা

সাঁতার না জানলে কোনোভাবেই নদীতে নামবেন না। প্রয়োজনে লাইফ জ্যাকেট ব্যবহার করুন। বর্ষাকালে মেঘনা নদীতে পানির স্রোত অনেক বেশি থাকে। তাই ভরা বর্ষায় মায়াদ্বীপ না যাওয়াই মঙ্গল। সন্ধ্যার পর ওখানে থাকা যাবে না। মায়াদ্বীপ থেকে ফেরার সময় নৌকা এমনভাবে ছাড়বেন যেন সন্ধ্যার আগে বৈদ্যের বাজার এসে পৌছাতে পারেন। আর নৌকা ভাড়া নেওয়ার সময় ভালোমতো দরদাম করে নিবেন। নৌকার মাঝি ও স্থানীয়দের সাথে ভালো ব্যবহার করুন। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলফেন না। এটা শুধু ভ্রমণে গিয়ে নয়, এমনকি আপনার প্রত্যাহিক জীবনেও।

ডে ট্যুরে আরো যেতে পারেন

ভ্রমণ সংক্রান্ত যেকোনো তথ্য সম্পর্কে নিয়মিত আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের নিয়মিত ট্রাভেল আড্ডার গ্রুপ Green Belt The Travelers এ। মায়াদ্বীপ সম্পর্কে আপনার আরো কোনো তথ্য কিংবা পরামর্শ দেওয়ার থাকলে আমাদেরকে জানান।