zinda park

জিন্দা পার্ক

জিন্দা পার্ক এর অবস্থান নারায়ণগঞ্জের রূপগঞ্জে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আধ ঘন্টার দূরত্বে ১৫০ একর জমির উপর এই সুন্দর পার্ক এর অবস্থান। সবুজ গাছপালা বেষ্টিত এই পার্ক পাখির কলকাকলীতে মুখরিত থাকে সবসময়। এখানে পার্কের ভিতরে রয়েছে ছোট বড় ৫টি লেক। পর্যাপ্ত জলাধার থাকায় গরম কালেও পার্কের পরিবেশ শীতল থাকে তুলনামূলক। পরিবার নিয়ে ঢকার কাছে ভ্রমণ এর জন্য জিন্দা পার্ক এখন বেশ সুপরিচিত জায়গা। লেকের মাঝে দ্বীপের মতো জায়গায় গড়ে উঠা বাঁশের টি রুমে বসে প্রিয়জনের সঙ্গে এক কাপ চা কিংবা জলে পা ডুবিয়ে বসে থাকতে বেশ ভালো লাগবে। দারুণ উপভোগ করবেন কাটানো সময়গুলো। সাথে নিজস্ব গাড়ি না থাকলেও সমস্যা নেই। দিনশেষে বাড়ি ফেরার জন্য পার্কের সামনেই পাবেন রিকশা অথবা সিএনজি। মেইনরোডে এসেই কুড়িল বিশ্বরোড আসার বাস পেয়ে যাবেন। আর হ্যাঁ, বেশি সংখ্যক সদস্য নিয়ে পিকনিক করতে চাইলে কয়েকদিন আগেই যোগাযোগ করুন। পিকনিকের খাবারের আয়োজন পার্ক কর্তৃপক্ষই করবে।

কিভাবে যাবেন জিন্দা পার্ক

জিন্দা পার্ক যাওয়ার অনেকগুলো পথ আছে। ঢাকা থেকে সবচেয়ে সুবিধাজনক উপায় হলো ঢাকার ৩০০ফিট দিয়ে যাওয়া। অর্থাৎ কুড়িল বিশ্বরোড হাইওয়ে দিয়ে। কুড়িল হয়ে যেতে হবে কাঞ্চন ব্রিজ। তারপর এরপর কাঞ্চন ব্রিজ থেকে অটোরিকশা নিয়ে জিন্দা পার্ক পর্যন্ত যেতে পারবেন।

আর ঢাকা টঙ্গী হতে যেতে চাইলে মীরের বাজার হয়ে বাইপাস রাস্তা দিয়েও যেতে পারবেন। এছাড়া কাঁচপুর ব্রিজ দিয়েও জিন্দা পার্ক যাওয়া যায়। কাঁচপুর থেকে ভুলতা গাওছিয়া দিয়ে কাঞ্চন ব্রিজ হয়ে জিন্দা পার্কে যেতে পারবেন।

কি দেখবেন

জিন্দা পার্ক গড়ে উঠেছে প্রায় ১০০ একর জায়গার উপর। এখানে রয়েছে একটি কমিউনিটি স্কুল। আছে কমিউনিটি ক্লিনিক। জিন্দা পার্কে নান্দনিক স্থাপত্যশৈলী বিশিষ্ট একটি লাইব্রেরি আছে। পার্কের ভিতরে মসজিদ, ঈদগাহ, কবরস্থান আছে। নির্মল সবুজে ঘেরা বিশাল এই পার্কে ২৫০ প্রজাতির ১০ হাজারেরও বেশি গাছ আছে। তাই স্থানটি পাখির কলতানে মুখরিত থাকে সবসময়। পার্কের ভিতরে লেক সদৃশ ছোট বড় ৫টি জলাধার রয়েছে।

সবুজ গাছপালায় ঘেরা বনের ভিতরে কিছুদূর গেলেই একটা লেক। সেখানে অনেক মানুষ কেউ ব্যাডমিন্টন খেলছে, কেউ চাদর বিছিয়ে গল্প করছে। লেকের মাঝখানে চোখে পড়বে কৃত্রিম দ্বীপ। দ্বীপে যাওয়ার রাস্তা বানানো হয়েছে ভাসমান প্লাস্টিকের ড্রাম দিয়ে। যদিও একসাথে বেশি মানুষ ব্রিজে উঠলে ব্রিজ দোলে।

দারুন এই দ্বীপে পানিতে পা ডুবিয়ে ঘাসের উপর বসে থাকতে পারবেন। এরকম মোট পাঁচটি ছোট বড় লেক আছে জিন্দা পার্কে। লেকের ঘাটে বাধা আছে ছোত নৌকা। মন চাইলে নোউকায় চড়ে লেকে ভেসে বেড়াতে পারবেন কিছুক্ষণ। পাশাপাশি উপভোগ করতে পারবেন প্রকৃতিকে। লেকের পাড়েই আছে গাছের ওপর কয়েকটা টংঘর। চাইলে টংঘরে উঠে ছবি তোলা যাবে।

জিন্দা পার্কে প্রবেশ টিকেট এর মূল্য​ প্রাপ্তবয়স্ক প্রতিজনের জন্য জনপ্রতি ১০০ টাকা। ছোট বাচ্চাদের ক্ষেত্রে জনপ্রতি ৫০টাকা। পার্কে খাবার নিয়ে প্রবেশ করা যাবে। সেক্ষেত্রে টিকিটের মুল্য হবে ১২৫টাকা। জিন্দা পার্কের লাইব্রেরিতে প্রবেশ করতে চাইলে আলাদা ফি দিতে হবে ১০ টাকা করে। নৌকায় ঘুরে বেড়াতে খরচ পড়বে প্রতি ৩০ মিনিট ২০০ টাকা। গাড়ি নিয়ে গেলে পার্কিং ফি দিতে হবে। গাড়ি ভেদে খরচ পড়বে ৫০থেকে ১০০ টাকা।

পার্কের পেছনের গল্প​

জিন্দা মূলত একটি গ্রামের নাম। গ্রামের “অগ্রপথিক পল্লী সমিতি”-র তত্ত্বাবধানে গড়ে উঠেছে পার্কটি। প্রায় চল্লিশ বছর আগে, ১৯৭৯ সালে রূপগঞ্জ পূর্বাচল উপশহরে জিন্দা ঐকতান পার্ক গড়ে তুলেন সমিতির সদস্যরা। এত স্বয়ংসম্পূর্ণ এবং ভীষণ আলাদা রকমের পার্কটি কোনো সরকারি উদ্যাগে তৈরি নয়। আবার কোনো বাণিজ্যিক উদ্দেশ্যেও নির্মাণ করা হয়নি জিন্দা পার্ক। পার্কটি তৈরি হয়েছে এলাকাবাসীর প্রাণবন্ত অংশগ্রহনের মাধ্যমে। গ্রামের নামেই পার্কের নামকরণ। এই গ্রামটিকে একটি আদর্শ গ্রাম বলা চলে।

কোথায় খাবেন

জিন্দা পার্কের ভিতরেই রয়েছে খাবার রেস্টুরেন্ট। যেখানে মিলবে ভাত, ভাজি, ডাল, মাংস ইত্যাদি। একবেলা খাবার খরচ পড়োবে ২০০ থেকে ২৫০ টাকা। এছাড়াও বিভিন্ন হালকা খাবার এবং সফট ড্রিঙ্কস পাবেন পার্কের ভিতরে।

কোথায় থাকবেন

যদি রাতে থাকতে চান তাহলে তার ব্যবস্থাও রয়েছে এখানে। থাকার জন্য রয়েছে মহুয়া গেস্ট হাউজ। এছাড়া ঘোরাঘুরির জন্য জিন্দা পার্ক খোলা থাকে প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

ভ্রমণ সতর্কতা ও টিপস

পার্কের ভেতরের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দর্শনার্থীদেরকে অনুরোধ করা হয়। এটা এমনিতেও একজন ভ্রমণকারীর দায়িত্ব। প্রকৃতিতে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না। পার্কের ভিতরে উচ্চস্বরে লাউডস্পিকারে গান বাজানো যাবেনা।

ডে ট্যুর এর অন্যান্য স্থান

ঢাকার আশেপাশে ডে ট্যুর এর জন্য অনেকগুলো চমৎকার জায়গা রয়েছে। এগুলোর মধ্যে মৈনট ঘাট, মায়াদ্বীপ, সারিঘাট, বেলাই বিল, ছুটি রিসোর্ট, গোলাপ গ্রাম সহ অনেকগুলো স্থান রয়েছে। সবগুলো ডে ট্যুর এর বিস্তারিত এখানে পড়ুন। জয়েন করতে পারেন গ্রিন বেল্ট ট্রাভেলার্সদের নিয়মিত আড্ডাস্থল Green Belt The Travelers

আরো পড়ুন

Exit mobile version