কাজী রায়হান উদ্দিন

জীবনে দ্বিতীয় বারের মতো কোন ট্রাভেল গ্রুপের সাথে ঘুরতে যাওয়া হয় গ্রিন বেল্টের সাথে। অন্য একটা ট্রাভেল গ্রুপের সাথে প্রথম বারের অভিজ্ঞতা বেশ খারাপ হওয়ায় এবার তেমন কোন আশা ছাড়াই এবার ভ্রমণ শুরু করি। কিন্তু বাস জার্নি থেকে শুরু করে আবার নিরাপদে ফেরত আসা পর্যন্ত সব বিষয়ে গ্রিন বেল্ট এত আন্তরিকতার পরিচয় দিয়েছে যে মনেই হয়নি কোন ট্রাভেল গ্রুপের সাথে ঘুরেছি। এই পেশাদারিত্ব এবং আন্তরিক মনোভাবের জন্যই গ্রিন বেল্ট অন্যদের চেয়ে আলাদা এবং ভরসার যোগ্য। আশা করি গ্রিন বেল্ট আরও অনেক উন্নতি করবে এবং এই পরিবারে নতুন নতুন সদস্য যোগ হতে থাকবে।

 

কাজী রায়হান ঊদ্দীন
সহকারী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়

Green Belt The Travelers এর সাথে যুক্ত হোন

নিয়মিত আলোচনা এবং ভ্রমণ টিপস পেতে আমাদের Facebook গ্রুপে যোগ দিন

Facebook গ্রুপে যোগ দিন
error: Content is protected !!