Green Belt

কম্পাস ছাড়া দিক নির্ণয়

কম্পাসের সাহায্যে দিক নির্ণয় করা এখন বেশ সহজ। কিন্তু হাজার বছর ধরে মানুষ কম্পাস ছাড়া দিক নির্ণয় করে আসছে। সেটা হোক সমুদ্রে মুরুভূমিতে কিংবা পাহাড়ে। চুম্বক আবিষ্কারের আগে এই কাজটা বেশ কঠিন ছিলো। প্রায় ৪০০০ বছর আগের কথা। গল্প শোনা যায় চুম্বকের আবিষ্কার হয়েছিল এশিয়া মাইনরে, আবার কারও মতে গ্রিসের ম্যাগনাস এলাকায়। যেখানেই হোক, চুম্বক আবিষ্কারের পরে মানুষ আবিষ্কার করে যে এটার দুই মাথা সবসময় উত্তর দক্ষিণ দিকে তাক করা থাকে। এর পরে আর পেছন ফিরে তাকাতে হয়নি মানুষকে।

চন্দ্র সূর্য

চন্দ্র প্রতিদিন না উঠলেও সূর্য প্রতিদিন উঠে। পূর্বে তাদের উদয় হয়, পশ্চিমে অস্ত। এটা সহজ হিসেব। সময়টা যদি হয় সকাল কিংবা বিকেলের দিকে, তাহলে আপনার জন্য দিক নির্ণয় করা সহজ হয়ে গেল অনেকটাই। যদি সকাল হয়, তাহলে সূর্য কমবেশি পূর্ব দিকে হেলে থাকবে। যদি বিকেল হয়, তাহলে সূর্য কমবেশি পশ্চিম দিকে হেলে থাকবে। সেখান থেকে আপনি দিকের ধারণা পেয়ে যাবেন।  এটা খুব নিখুঁত না হলেও সবচেয়ে দ্রুত এবং সহজ পদ্ধতি। সূর্য পূর্ব থেকে পশ্চিমে যায়, শীতকালে খানিকটা দক্ষিণে এবং গ্রীষ্মকালে খানিকটা উত্তরে হেলে থাকে (বাংলাদেশের ভৌগলিক অবস্থান অনুযায়ী)। কিন্তু দুপুর ১২ টায় আপনি কী করবেন?

সূর্যের ছায়া দেখে দিক নির্ণয়

একটা জিনিস আমরা সবসময় জানি সূর্য পূর্ব থেকে পশ্চিমে যায়। সুতরাং সূর্যের ছায়া পশ্চিম পূর্বে যাবে। সূর্যের আলো আছে এরকম জায়গায় একটা লাঠি খাড়া সোজা করে মাটিতে পুঁতবেন। ওটার ছায়ার মাথা বরাবর একটা দাগ দিন। পনের মিনিট ছায়া কিছুটা সরে গেলে আবার ছায়ার মাথা বরাবর আরেকটা দাগ দিন। দুইটা দাগ বরাবর সোজা রেখা টানলে তা পূর্ব-পশ্চিম নির্দেশ করে। যে দাগ প্রথম দিয়েছিলে সবসময়েই পশ্চিম।

Compass

হাতঘড়ি দিয়ে দিক নির্ণয়

এনালগ কাঁটাওয়ালা ঘড়ি দিয়েও দিক নির্ণয় করতে পারবেন। ঘড়িকে মাটিতে বা সমতল কোন জায়গায় রাখেন। ঘন্টার কাঁটা সূর্য বরাবর রাখবেন। এরপর বারোটার দাগ আর ঘন্টার কাঁটার মাঝ বরাবর মনে মনে একটা দাগ টানেন। এই দাগের দুই প্রান্ত হচ্ছে উত্তর আর দক্ষিণ। এখন কোন প্রান্ত উত্তর আর কোনটা দক্ষিণ এটা বোঝার জন্য পূর্ব পশ্চিম চিনতে হবে। পূর্ব পশ্চিম চেনা সোজা। সূর্য পূর্ব থেকে পশ্চিমে যায়।

দিক নির্ণয়

তারা দেখে অবস্থান

ঠিক সন্ধ্যা বেলায় আপনি পশ্চিম আকাশের দিকে তাকালে দিগন্তরেখায় যে উজ্জ্বল তারাটি দেখতে পান, সেটিকে আমরা বলি সন্ধ্যাতারা। এই তারাটাই শেষরাত নাগাদ পশ্চিমে চলে যায়। তখন এটাকে আমরা বলি শুকতারা। এটি মূলত নক্ষত্র নয়, শুক্র গ্রহ।

ধ্রুবতারা ও সপ্তর্ষি মন্ডল

রাত বাড়ার সাথে সাথে সমস্ত নক্ষত্র দিক পরিবর্তন করে। শুধুমাত্র একটা তারা স্থির থাকে। সেই নক্ষত্রকে আমরা বলি ধ্রুবতারা। এই ধ্রুবতারা বিশুদ্ধ উত্তর দিক নির্দেশ করে। কথা হলো ধ্রুবতারা আপনি কিভাবে খুঁজে বের করবেন? ধ্রুবতারা বের করার জন্য আমাদেরকে প্রথমে সপ্তর্ষি মন্ডল খুঁজে বের করতে হবে। সপ্তর্ষি মন্ডল আমরা সবাই চিনি। এই মন্ডল এর সামনের দুইটা তারা বরাবর দাগ টানলে আকাশে উজ্জ্বল যে তারাটা পাওয়া যায় ওটা ধ্রুবতারা। ওটাই উত্তর দিক।

ধ্রুবতারা

আরো ট্রাভেল টিপস পড়ুন

জয়েন করতে পারেন গ্রিন বেল্ট ট্রাভেলার্সদের নিয়মিত আড্ডাস্থল ফেসবুক গ্রুপ Green Belt The Travelers এ।