গন্তব্য : টোয়াইন খাল
❑ যাত্রার তারিখ :
ট্যুর ১ঃ ৩০ সেপ্টেম্বর, ২০২১
ট্যুর ২ঃ ২৮ অক্টোবর, ২০২১
ট্যুর ২ঃ ১৮ নভেম্বর, ২০২১
❑ ভ্রমণের স্থান সমুহ
⦿ টোয়াইন খাল ⦿ থানকোয়াইন ঝর্ণা ⦿ পালংখিয়ং ঝর্ণা ⦿ জামরুম ঝর্ণা ⦿ লাদমেরাগ ঝর্ণা ⦿ ক্র্যাতং ঝর্ণা
❑ ভ্রমণ খরচঃ
৬৫০০/- টাকা প্রতি জন (নন-এসি বাস)
ভ্রমণ পরিকল্পনা
বৃহস্পতিবার রাতের বাসে ঢাকা থেকে রওনা দিয়ে শুক্রবার সকালে আলীকদম। পানবাজারে ব্রেকফাস্ট করে আর্মি ক্যাম্পের সকল প্রক্রিয়া সম্পন্ন শেষে চলে যাবো দুসরি বাজার। এখান থেকেই আমাদের ট্রেকিং শুরু হবে। প্রথমদিন থানকোয়াইন ঝর্ণা দেখে রাতে জুমঘর বা আদিবাসী পাড়ায় অবস্থান। এদিন মোটামুটি ৪ ঘন্টা ট্রেকিং করতে হবে।
শনিবার সকাল ৭ঃ৩০ টায় টোয়াইন খাল ধরে আমাদের ট্রেকিং শুরু হবে পালংখিয়ং-জামরুম-লাদমেরাগের উদ্দেশ্যে। সারা দিনে ৭-৮ ঘন্টার মতো ট্রেকিং করতে হবে। রাতে জুমঘর বা আদিবাসী পাড়ায় অবস্থান করবো।
❑ কনফার্ম করার ডেডলাইন: আসন ফাঁকা থাকা সাপেক্ষে যাত্রার তারিখের কমপক্ষে ৫ দিন আগে বুকিং কনফার্ম করতে হবে। কনফার্ম মানেই বুকিং মানি ডিপোজিট করে আসন নিশ্চিত করা, মৌখিক কনফার্মেশন গ্রহণযোগ্য নয়।
❑ আসন সংখ্যা – ১২ জন (সর্বোচ্চ)
❑ কনফার্ম করার জন্য ডেড লাইনের মধ্যে প্রতিজন ৩০০০টাকা কনফার্মেশন মানি জমা দিতে হবে।
❑ বাসের আসন বণ্টনের ক্ষেত্রে আগে বুকিং দিলে আগে পাবেন ভিত্তিতে সিট দেয়া হবে।
টোয়াইনখাল ট্যুরে যা থাকছে
⦿ ঢাকা – আলীকদম – ঢাকা বাস টিকেট
⦿ প্রতিদিন ৩ বেলা খাবার
⦿ নৌকা ভাড়া
⦿ গাইড ফি
যা থাকছেনা
⦿ বাসের যাত্রা বিরতির খাবার
কনফার্ম করার আগে যে বিষয়গুলো বিবেচনা করতে হবে
⦿ আমাদের বিভিন্ন ট্যুর শেষে ট্রাভেলারদের ফিডব্যাক জানতে ও ট্যুরের ছবি দেখতে জয়েন করতে পারেন উন্মুক্ত ট্রাভেল আড্ডার গ্রুপ Green Belt The Travelers‘এ। বিস্তারিত কোনো বিষয়ে জানতে চাইলে নক দিন Green Belt – গ্রিন বেল্ট ফেসবুক পেজে।
আমাদের অভিজ্ঞতা : ট্যুরিজম ব্র্যান্ড হিসেবে ২০১৬ সালে গ্রিন বেল্ট যাত্রা শুরু করে। তারপর গত ৫ বছরে গ্রিন বেল্ট সাফল্যের সাথে পরিচালনা করেছে ১০০০ এরও বেশি ট্যুর। এর মধ্যে নাফাখুম অমিয়খুম, সাজেক ভ্যালি, কক্সবাজার, সেইন্টমার্টিন, রাঙ্গামাটি, সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর, সিলেট সহ অনেকগুলো ডেস্টিনেশন রয়েছে। দেশের বাইরে মূলত সিকিম, দার্জিলিং, মেঘালয়, ভূটান ও কাশ্মীর ট্যুর পরিচালনা করে গ্রিন বেল্ট। প্রাতিষ্ঠানিক ভাবে বাংলাদেশ সচিবালয়ের বিভিন্ন মাননীয় সচিব থেকে শুরু করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, টেকনোভিস্তা, ড্রাগ ইন্টারন্যাশনাল, কোকাকোলা (আব্দুল মোনেম লিঃ), রক্সি পেইন্ট, ডাচ বাংলা, মার্কেন্টাইল ব্যাংক, সিটি ব্যাংক, সহ ১২ টি ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চ, পঙ্গু হাসপাতালের ডাক্তারগন, ঢাকা মেডিকেল, আসগর আলী মেডিক্যাল সহ বিভিন্ন মেডিকেলের ডাক্তারগণ আমাদের কর্পোরেট ট্যুর সার্ভিস নিয়েছেন।
বুকিং মানি জমা দেয়ার পদ্ধতি
১. সরাসরি অফিসে এসে বুকিং মানি জমা দেয়া যাবে।
শাহ-আলী প্লাজা, ১৪তম তলা, মিরপুর ১০ গোল চত্ত্বর।
২. বিকাশ ও ডাচ বাংলা ব্যাংকের রকেট করা যাবে।
৩. ব্যাংক ডিপোজিট করে বুকিং করা যাবে।
যোগাযোগ
0186 9649 817
0188 4710 723
0188 6363 232