সাজেক ভ্যালি ঘুরতে গেলে আপনার প্রথমেই দরকার পড়বে রিসোর্ট বা কটেজ এর। একটি ভালো রিসোর্ট আপনার ভ্রমণকে আনন্দময় করে তুলতে পারে। সাজেকে ছোট বড় অনেকগুলো রিসোর্ট আছে। এছাড়া থাকার জন্য রয়েছে আদিবাসীদের ঘর। তবে ফ্যামিলি সহ বেড়াতে গেলে আদিবাসী ঘরে থাকা উচিত হবেনা। আজকে আমরা কথা বলবো রুংরাং রিসোর্ট নিয়ে।
সমুদ্রপৃষ্ঠ থেকে ১৮০০ ফিট উচ্চতায় অবস্থিত সাজেক ভ্যালি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ গন্তব্য। প্রতিটি মৌসুমে সাজেক ভ্যালির আলাদা আলাদা সৌন্দর্য চোখে পড়ে। বর্ষাকালে সাজেক ভ্যালির সৌন্দর্য একরকম, শরতে একরকম আর শীতে অন্যরকম। তাই ভ্রমণপিপাসুরা বছরজুড়ে সাজেকে ছুটে আসেন। তবে বর্ষার শুরু থেকে শীতের শুরু পর্যন্ত, অর্থাৎ মে থেকে নভেম্বর পর্যন্ত প্রকৃতি সবচেয়ে সতেজ থাকে বলে এসময় সাজেক বেশি সুন্দর। বর্ষাকালে সাজেক ভ্যালিতে সারাদিন মেঘ ভেসে বেড়ায় এখানে সেখানে। মেঘ এসে আপনাকে ঢেকে দিতে পারে যখন তখন।